কাশ্মীরের অনন্তনাগে খাদে পড়ল যাত্রীবাহী গাড়ি! নিহত একই পরিবারের পাঁচ শিশু সহ আট জন
Passenger car fell into Anantnag gorge in Kashmir

The Truth of Bengal: শনিবার জম্মু-কাশ্মীরের অনন্তনাগ জেলার ডাকসুম এলাকায় খাদে পড়ে গেল যাত্রীবোঝাই গাড়ি। এ ঘটনায় একই পরিবারের পাঁচ শিশু সহ আট জন সদস্য নিহত হয়েছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাঁরা সকলেই কিশতওয়ার থেকে আসছিলেন।
জানা গিয়েছে, ওই পরিবার একটি টাটা সুমো ভাড়া করে আসছিলেন। কিন্তু গাড়িটি ডাকসুম এলাকায় এসে তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং তার পর গাড়িটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। উদ্ধারকারী দল অতি দ্রুত ওই ঘটনাস্থলে পৌঁছে খাদ থেকে উদ্ধারকাজ শুরু করে দেয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহতদের মধ্যে এক জন পুরুষ ও দু’জন মহিলা ছাড়া বাকি সবাই শিশু। প্রাথমিক ভাবে অনুমান করা হয়েছে, গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গিয়েছে। তবে এই ঘটনা খতিয়ে দেখা হবে এর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কিনা। যাত্রীদের উদ্ধার করার পর স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসকরা পরীক্ষা করে তাঁদের মৃত বলে জানান।
উল্লেখ্য, জম্মু-কাশ্মীরে এর আগেও এমন পথ দুর্ঘটনা ঘটেছে। প্রাণ হারিয়েছেন বহু মানুষ। কখনও কখনও আবহাওয়া খারাপ হওয়ার কারণে পাহাড়ি রাস্তায় বারংবার যাত্রিবাহী গাড়ির দুর্ঘটনা ঘটে। আবার কখনও অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনার কবলে পড়ে।