১৩ আগস্ট থেকে বন্ধ ওপিডি পরিষেবা,আন্দোলনে এফএআইএমএ
OPD services closed from August 13, FAIMA on agitation

Truth Of Bengal: আর জি কর হাসপাতালে চিকিৎসক খুনের ঘটনায় আন্দোলনের ঝাজ আরো বাড়লো। ফেডারেশন অফ অল ইন্ডিয়া মেডিকেল অ্যাসোসিয়েশন (এফএআইএমএ) এর তরফে ১৩ আগস্ট থেকে দেশব্যাপী ওপিডি পরিষেবা বন্ধ করার আহ্বান জানিয়েছে।
এক বিবৃতি প্রকাশ করে দেশজুড়ে সকল চিকিৎসক ও অ চিকিৎসক কর্মীদের এই আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানিয়েছেন তারা। চিকিৎসক খুনের ঘটনায় ইতিমধ্যেই আন্দোলন জারি রেখেছে জুনিয়র চিকিৎসকেরা। আন্দোলনের আজ গিয়ে পড়েছে দিল্লিতে।
The Federation of All India Medical Association (FAIMA) calls for a nationwide shutdown of OPD services from August 13, as a protest against the sexual assault and murder of a woman post-graduate trainee (PGT) doctor at Kolkata’s RG Kar Medical College and Hospital, on August 9. pic.twitter.com/kfJBY3Rkn3
— ANI (@ANI) August 12, 2024
সেখানেও প্ল্যাকাড হাতে প্রতিবাদ জানাচ্ছেন চিকিৎসকেরা। অন্যদিকে চিকিৎসা পরিষেবায় বিঘ্ন ঘটছে চিকিৎসকদের আন্দোলনে। আন্দোলন আরো জোরালো হওয়ায় মঙ্গলবার থেকে আউটডোর বন্ধ থাকায় চরম ভোগান্তিতে।