দেশ
Trending

তুমুল বৃষ্টিতে দিল্লি বিমানবন্দরের ছাদ ভেঙে মৃত এক, জখম পাঁচ

One dead, five injured after roof collapses at Delhi airport due to heavy rain

The Truth Of Bengal: দিল্লি বিমানবন্দরে বিপর্যয়। এক নম্বর টার্মিনালের ছাদের একাংশ ভেঙে মৃত্যু হয়েছে এক জনের। বেশ কয়েকটি গাড়ির ওপর  ছাদের একাংশ ভেঙে পড়ায়জখম হয়েছে পাঁচ জন। শুক্রবার সকাল সাড়ে পাঁচটা নাগাদ ঘটনাটি ঘটে। সঙ্গে সঙ্গে শুরু হয় উদ্ধারকাজ। প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে দিল্লি। সেই বৃষ্টির জন্য এদিন দিল্লি বিমানবন্দরে এই ঘটনা ঘটে।

দিল্লি বিমানবন্দরের আধিকারিকরা জানিয়েছেন, আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। ঘটনার পর এক নম্বর টার্মিনাল থেকে সমস্ত বিমানের উড়ান বন্ধ করে দেওয়া হয়। শুক্রবার ভোর থেকেই প্রবল বৃষ্টি শুরু হয়েছে দিল্লিতে। কিছুক্ষণ বৃষ্টির পর আচমকাই ভেঙে পড়ে ১ নং টার্মিনালের ছাদের একটা বড় অংশ। যেখানে ছাদ ভেঙে পড়ে সেখানে মূলত গাড়ি পার্কিং করা হয়। সেই গাড়িগুলির ওপর ভেঙে পড়ে ছাদের একাংশ।

এই ঘটনা নিয়ে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী রামমোহন নাইডু কিঞ্জারপু জানিয়েছেন, দিল্লি বিমানবন্দরে ১ নম্বর টার্মিনালের ছাদ ধসে পড়ার ঘটনার ওপর আমি ব্যক্তিগত ভাবে নজর রাখছি। এয়ারলাইন্সগুলিকে ১ নম্বর টার্মিনালের সমস্ত ক্ষতিগ্রস্ত যাত্রীদের সহায়তা করার নির্দেশ দেওয়া হয়েছে। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। উদ্ধার অভিযান এখনও চলছে।

দিল্লি বিমানবন্দরের তরফে জানানো হয়েছে, ঘটনার পর আপাতত ১ নম্বর টার্মিনাল থেকে সমস্ত উড়ান সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। দুপুর ২টো পর্যন্ত বন্ধ সব উড়ান। উড়ান বন্ধ হয়ে যাওয়ায় অন্যতম ব্যস্ত বিমানবন্দরে যাত্রী পরিষেবা বিঘ্নিত হয়।

Related Articles