দেশ
Trending

লোকসভা অধিবেশনের প্রথম দিনেই তুঙ্গে শাসক-বিরোধী তরজা, সংসদ চত্বরে বিক্ষোভ ইন্ডিয়া জোটের

On the first day of the Lok Sabha session, anti-ruling violence intensified, the India Alliance protested in the parliament square.

The Truth Of Bengal: অষ্টাদশ লোকসভার অধিবেশন শুরুতেই সংঘাত। অধিবেশন শুরুর দিনে মোদি সরকারকে কড়া আক্রমণ তৃণমূল কংগ্রেসের।’যদি বিজেপি সংখ্যা গরিষ্ঠতা পেতো তাহলে গণতন্ত্র বিপন্ন হতো’ মন্তব্য তৃণমূল সাংসদ সৌগত রায়ের। অধিবেশন শুরুর দিনে প্রথমে সংসদের শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হয়।

অধিবেশন শুরুর দিনেই কেন্দ্রীয় সরকারকে নিশানা তৃণমূলের। ভিতরে যখন শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হয়েছে তখন বাহিরে প্রতিবাদে শামিল বিরোধীরা। সেই প্রতিবাদে অংশ নিয়েছে ইন্ডিয়া জোটের শরিক দলগুলি। শুরু থেকেই  একাট্টা  ইন্ডিয়া জোট। প্রথমে সংঘাত শুরু হয় প্রোটেম স্পিকার বাছাই নিয়ে। উড়িষ্যা থেকে নির্বাচিত বিজেপি সাংসদ ভর্তৃহরি মহতাব কে বেছে নেয় বিজেপি। এই নিয়ে আপত্তি তোলে ইন্ডিয়া জোট।

ইন্ডিয়া জোটের দাবি নির্বাচিত সংসদদের মধ্যে সবথেকে বর্ষিয়ান কংগ্রেসের কে সুরেশ তাকে প্রোটেম স্পিকার না করায় সংসদ অধিবেশনের শুরুতেই বিরোধীরা সোচ্চার হয় এমনকি শপথ গ্রহণ অনুষ্ঠানে পোর্টেম স্পিকারকে সহযোগিতা করতে অস্বীকার করে ওপর দুই সিনিয়র সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং টি আর বালু। এই নিয়ে যখন শাসক বিরোধী তরজা তুঙ্গে সেই সময় প্রথম দিনেই সুর চরালো তৃণমূল কংগ্রেস সৌগত রায় বিজেপির সংখ্যাগরিষ্ঠতা না পাওয়া নিয়ে কটাক্ষ ছুড়ে দিলেন স্পষ্ট জানালেন বিজেপির সংখ্যাগরিষ্ঠতা না পাওয়াটা দেশের মঙ্গল।

Related Articles