ফুল, ফলের পরিবর্তে জলের বোতল নিবেদন ,ভাইরাল লাদাখের সেই মন্দির
Offering water bottles instead of flowers, fruits, that temple in viral Ladakh

The Truth Of Bengal: বিশ্বভরা বিস্ময়। চারিদিকে কতই না রহস্য। আর এরই মধ্যে সামনে এল দেশের তথা বিশ্বের মন্দিরগুলির মধ্যে অন্যতম লাদাখের এক মন্দির। এই মন্দিরে দেবতার পাথরের মূর্তির সামনে কেউ ফুল, ফল নিবেদন করেন না। তাঁর পরিবর্তে রাশি রাশি জলের বোতল রাখা থাকে ঈশ্বরের সামনে। সম্প্রতি সাইকেলে জয়পুর থেকে লাদাখ পৌঁছে এই মন্দিরের কথা জানতে পেরে অদ্ভুত অভিজ্ঞতার শিকার হন আকর্ষ নামের এক যুবক। যুবকটি দেখেন রাস্তায় এদিক ওদিক পড়ে রয়েছে জলভরা বোতল। বোতল দিয়েই যেন ঢাকা রয়েছে মন্দিরের রাস্তা। এহেন বোতল মন্দির দেখে চমকে যান আকর্ষ নামের ওই যুবক।
একটি ভিডিওতে দেখা যাচ্ছে, জলভরা বোতল দিয়েই ঢেকে রয়েছে মন্দিরের রাস্তা। নেট দুনিয়ায় ভিডিওটি ভাইরাল হতেই অনেকে মনে করছেন,কেউ হয়ত মদ্যপান করে বোতল ফেলে গিয়েছেন তবে তার সত্যতা নিয়েও উঠেছে প্রশ্ন। চটজলদি আকর্ষ নামের ওই যুবক ওই ভিডিও পোস্ট করে বিষয়টিকে ‘ভূতুড়ে’ বলে উল্লেখ করেছেন।জানা যাচ্ছে, এই ঘটনার পিছনে রয়েছে অন্য একটি কারণ এক ট্রাক চালকের মর্মান্তিক মৃত্যু। তারপরই মন্দিরে এই প্রথা চালু হয়। ১৯৯৯ সালে লাদাখের এই মন্দিরের কাছে এসেই তৃষ্ণায় জল না পেয়ে মারা গিয়েছিলেন সেই ট্রাক চালক।
তার পর থেকে, যিনিই এখান দিয়ে যান একটি করে জলের বোতল রেখে যান তাঁর আত্মার শান্তির জন্য। আকর্ষ যদিও জলের বোতল রাখেননি। পরিবর্তে পাথরে জল ঢেলে দেন মন্দিরে। তিনি বলেন, কিছু লোক মন্দিরে তামাক ও জর্দাও নিবেদন করেছেন। তবে ভাইরাল ভিডিওতে অনেকে কমেন্ট করেছেন,“এ সব না করে সেখানে একটি জলের ট্যাঙ্কের মতো কিছু তৈরি করলে ভাল হবে যাতে ভবিষ্যতে কেউ এভাবে তৃষ্ণায় মারা না যান।” আর একজন বলেন, “বোতলের প্লাস্টিক বর্জ্য ছড়াচ্ছে, জল ঢালার প্রথা হলে ভাল হত।”