দেশ

মণিপুরের বিজেপি সরকারের থেকে সমর্থন প্রত্যাহার এনপিপির

NPP withdraws support from BJP government in Manipur

Truth Of Bengal: মণিপুরের বিরেন সিং সরকার থেকে সমর্থন তুলে নিল শরিক এনপিপি। বিজেপি সরকারের ব্যর্থতায় ক্ষুব্ধ এনপিপি নেতা কর্নাড সাংমা। সমর্থন প্রত্যাহারের কথা বিজেপি সভাপতি  জেপি নাড্ডাকে জানিয়ে দিয়েছেন কর্নাড সাংমা। মূলতঃ মণিপুরে স্বাভাবিক অবস্থা না ফেরায় ক্ষুব্ধ এনপিপি নেতৃত্ব।এর ফলে বড়সড় রাজনৈতিকভাবে ধাক্কা খেল বিজেপি।

বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে লেখা চিঠিতে এনপিপি প্রধান  জানান, “আমরা মনে করি বিরেন সিংয়ের নেতৃত্বাধীন মণিপুর সরকার  জাতিগত বৈরিতার সমস্যা দূর করে  স্বাভাবিক জীবন ফেরাতে ব্যর্থ।   বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে বিরেন সিং সরকারের থেকে সমর্থন প্রত্যাহার করছে এনপিপি।” উল্লেখ্য, বর্তমানে কনরাড সাংমার দলের সাতজন বিধায়ক রয়েছেন মণিপুরের বিধানসভায়।এনপিপি –বিজপি দুদলই এনডিএতে রয়ছে।এখন এনপিপি সমর্থন প্রত্যাহার করায় বিজেপির অবস্থান অনেকটাই দুর্বল হল বলে পর্যবেক্ষকদের অভিমত।

উল্লেখ্য, রবিবার সকালে মণিপুরে মুখ্যমন্ত্রী বিরেন সিংয়ের বাড়িতে হামলা চালায় উন্মত্ত জনতা। বিচার চেয়ে সরব হয় বিক্ষোভকারীরা।এমনকি ২৪ঘন্টার আলটিমেটাম দেয় মেইতেই সম্প্রদায়ের সদস্যরা।তাঁদের সাফকথা,খুনিদের ধরা না হলে চরম পদক্ষেপ নেওয়া হবে। ৬ টি দেহ উদ্ধারের পর তাঁরা বিচার চেয়ে সরব হয়।এর আগে ২ মন্ত্রীর বাড়িতে হামলা হয়। হামলার মুখে পড়ে ৩ বিধায়কের বাড়িও।বলা যায়,  জিরিবামে ৬ব্যক্তির খুনের প্রতিবাদে উত্তাল হয়েছে মণিপুরের পরিস্থিতি। বিচার চেয়ে বিক্ষোভকারীরা পথে নেমেছে।ইম্ফলে প্রশাসনিক নিয়ন্ত্রণ লাগু হয়। বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট।এখনও পরিস্থিতি স্বাভাবিক হয়নি।এই অবস্থায় অমিত শাহ দিল্লিতে পরিস্থিতি পর্যালোচনা করেন। সোমবার   পরিস্থিতি খতিয়ে দেখতে আধিকারিক পর্যায়ে   মিটিং হবে।

Related Articles