দেশ

এখনও টিকিট নয় নীতিন গড়করিকে, শিবসেনায় আহ্বান জানালেন উদ্ধব

Nitin Gadkari still not ticket

The Truth of Bengal: তিনি দলের অন্যতম সিনিয়র নেতা। বাজপেয়ী-আদবানি আমল থেকে আজও পর্যন্ত তাঁর ইমেজ অত্যন্ত স্বচ্ছ। বর্তমান সরকারের আমলে এখন তিনি সড়ক পরিবহণ মন্ত্রী। সেই নীতিন গড়কড়িকে নিয়ে চলছে জল্পনা। বিজেপি লোকসভা ভোটের প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করেছে। সেখানে নাম নেই গড়করির। যা নিয়ে জল্পনা শুরু হয়েছে বিভিন্ন মহলে। এর মধ্যেই কেন্দ্রীয় মন্ত্রীকে দল ছেড়ে বিরোধী জোটে যোগ দেওয়ার প্রস্তাব দিলেন শিব সেনা নেতা উদ্ধব ঠাকরে। ২০১৯ সাল থেকে বিজেপির সিদ্ধান্ত ৭৫ বছরের বেশি বয়স হয়ে গেলে আর কাউকে লোকসভার টিকিট দেওয়া হবে না। সেই নীতিতে এখনও অটল গেরুয়া শিবির।

ফলে এবারও অনেক প্রবীণ নেতা পাবেন না টিকিট। কিন্তু, শুধু বয়স নয় অন্য আরও কিছু কারণে কিছু নেতা টিকিট না পেতে চলেছেন। ইতিমধ্যে প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। সেখানে নাম নেই কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নিতিন গড়কড়ির। এক সময় বাজপেয়ী আদবানির অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। এখন তিনি মোদি-অমিত শাহের বিরোধী শিবিরের বলে পরিচিত। একইসঙ্গে তিনি আবার নাগপুরের অত্যন্ত আস্থাভাজন হিসেবে পরিচিত। সেই নিতিন গড়করি এখনও টিকিট না পাওয়ায় শুরু হয়েছে জল্পনা।

এর মধ্যেই কেন্দ্রীয় মন্ত্রীকে দল ছেড়ে বিরোধী জোটে যোগ দেওয়ার প্রস্তাব দিলেন শিব সেনা নেতা উদ্ধব ঠাকরে। তিনি আহ্বান জানিয়ে বলেছেন, অপমানিত বোধ করলে বিজেপি ছেড়ে তাঁদের দলে যোগ দিতে পারেন গড়করি। নীতীন গড়করিকে এই যে প্রস্তাব দেওয়া হয়েছে তা নিয়ে জল্পনা শুরু হয়েছে মহারাষ্ট্রে। গড়করির উদ্দেশে উদ্ধবের আহ্বান, অপমানিত বোধ করলে বিজেপি ছাড়ুন। আমাদের মহাবিকাশ আঘাড়ি জোটে যোগ দিন। আপনাকে যোগ্য সম্মান দেওয়া হবে। আমরা ক্ষমতায় এলে মন্ত্রিত্বও পাবেন। যদিও উদ্ধবের প্রস্তাবকে চরম কটাক্ষ করা হয়েছে গেরুয়া শিবিরের তরফে। উদ্ধবের কাছ থেকে এই যে প্রস্তাব এসেছে তা নিয়ে অবশ্য কিছুই বলেননি নিতিন গড়করি।

Related Articles