দেশ

নারী দিবসে নারীনিরাপত্তায় নয়া উদ্যোগ, রক্ষাকবচ লঙ্কার গুঁড়ো

New initiative for women's safety on Women's Day, protective chili powder

Truth Of Bengal: আন্তর্জাতিক নারী দিবসে মহিলাদের পাশে অভিনবত্ব উপায় নিয়ে রেল মন্ত্রক। এদিন মহিলা আরপিএফ কর্মীদের হাতে লঙ্কার গুঁড়ো তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রক। আপাৎকালীন পরিস্থিতির মোকাবিলা এবং দুষ্টের দমন করতে এই উদ্যোগ বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। শুক্রবার একটি বিজ্ঞপ্তির মাধ্যমে কর্তৃপক্ষ জানায়, “ভারতীয় রেলে লিঙ্গ সাম্য রক্ষায় বদ্ধপরিকর। নারীদের ক্ষমতায়ন এবং নারী নিরাপত্তা বৃদ্ধি করতেই এই উদ্যোগ।”

সিএপিএফ (কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী)-র মধ্যে সর্বাধিক মহিলা কর্মী ও আধিকারিক রয়েছেন আরপিএফ-এই। মহিলা আরপিএফ কর্মীদের হাতে সাধারণত মহিলাযাত্রী ও শিশুদের নিরাপত্তা রক্ষা দায়িত্ব থাকে। আরপিএফ সূত্রে খবর, অনেক সময় নির্জন জায়গায় বা কোন কঠিন পরিস্থিতিতে অপরাধীদের ধরতে সমস্যায় পড়েন কর্মীরা। তাই আপাতকালীন পরিস্থিতিতে অন্যদের ও নিজেদের সাহায্যের জন্য নারী দিবসে মহিলা আরপিএফ কর্মীদের হাতে এই লঙ্কার গুঁড়ো তুলে দিচ্ছে রেল মন্ত্রক।

আরপিএফ-এর ডিরেক্টর জেনারেল মনোজ যাদব বলেন, ‘‘প্রধানমন্ত্রী মহিলাদের ক্ষমতায়ন চান। এই উদ্যোগ তাঁর সেই ভাবনার সঙ্গে সাযুজ্য রেখেই করা হয়েছে। আমাদের মহিলা আরপিএফ কর্মীরা শক্তি, যত্ন এবং সহনশীলতার প্রতীক। তাঁদের হাতে লঙ্কার গুঁড়ো তুলে দিয়ে আমরা মহিলা আরপিএফ কর্মীদের মনোবল, শক্তি বৃদ্ধি করতে চাই। মহিলাদের নিরাপত্তাই আমাদের কাছে অগ্রাধিকার পায়।”