প্রধানমন্ত্রীর জন্মদিন, সেই উপলক্ষ্যে বিশ্ব রেকর্ড গড়ার লক্ষ্য নিয়ে এক কোটি বৃক্ষরোপণ হিমন্তের
Guinness World Record by planting one crore saplings

The Truth of Bengal: ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন। সেই উপলক্ষ্যে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বৃক্ষরোপণ করে বিশ্ব রেকর্ড গড়ার চেষ্টা চালালেন। রাজ্যের রাজধানী দিসপুর থেকে প্রত্যন্ত এলাকা ভারবকুণ্ড পর্যন্ত এক কোটি বৃক্ষরোপণের কর্মসূচি নেওয়া হয় রবিবার। এই অভিযানের পোশাকি নাম ‘অমৃত বৃক্ষ জন আন্দোলন’।
এদিনের কর্মসূচিতে এসম জুড়ে মহিলা স্ব-সহায়ক গোষ্ঠীগুলির প্রায় ৪০ লক্ষ সদস্যও অংশ নিয়েছিলেন। এবং বাণিজ্যিকভাবে কার্যকরী দুটি চারা রোপণ করেছিলেন, যা মোট ৮০ লক্ষ রোপণ করা হয়েছে। বাকি ২০ লক্ষ চারা বিভিন্ন স্তরের মানুষ যেমন অঙ্গনওয়াড়ি কর্মী, চা বাগানের কর্মী, সরকারি আধিকারিক, পুলিশ এবং বন ব্যাটালিয়ন এবং রাজ্যের সাধারণ জনগণের সদস্যদের মধ্যে বিতরণ করা হয়।
Some more glimpses of the #AmritBrikshyaAndolan from across Assam. pic.twitter.com/gIR85PhMhu
— Himanta Biswa Sarma (@himantabiswa) September 17, 2023
“অমৃত বৃক্ষ জন আন্দোলন” এর মূল লক্ষ্য উত্তর-পূর্ব রাজ্যে একটি গাছ-ভিত্তিক অর্থনীতির সূচনা করা। অসমে ২০১১ থেকে ২০২২ সালের মধ্যে ৬৭০ বর্গ কিলোমিটার বনভূমি নষ্ট হয়েছে৷ গত ২০ বছরে, রাজ্যটি ৩০৬০ বর্গকিলোমিটার বনভূমি ক্ষতি হয়েছে। হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, দুই ঘন্টার মধ্যে এক কোটি বাণিজ্যিক গাছের চারা রোপণের উপর বিশেষ পদক্ষেপ করা হয়েছে। এর ফলে অসমে একটি স্থায়ী অর্থনীতি গড়ে তুলতে এই গাছগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।