প্রবল বর্ষণে ভাসতে চলেছে মুম্বাই, লাল সর্তকতা জারি একাধিক জেলায়
Mumbai continues to be flooded by heavy rains, red alert issued in several districts

The Truth Of Bengal: দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু আগাম পুনে মুম্বাই এবং মহারাষ্ট্রের প্রবেশ করেছে। মৌসম ভবন সূত্রে খবর গত কয়েকদিনে কোঙ্কন ও মধ্য মহারাষ্ট্র শুরু হয়েছে ভারী বৃষ্টি। বর্ষা শুরুর সঙ্গে উপকূলীয় কর্ণাটক কোঙ্কন ও মধ্য মহারাষ্ট্রে ভারী বৃষ্টির পূর্বাভাসে লাল সর্তকতা জারি করেছে হাওয়া অফিস। আগামী সপ্তাহেও চলবে, ভারী বৃষ্টি। আগামী মঙ্গলবার জারি থাকবে কমলা সর্তকতা।
পুনেতে ১১৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ১৯৬৯ সালের পর জুনের তৃতীয় আর্দ্রতম দিনে পরিণত হয়েছে।। বজ্রপাতসহ বৃষ্টি জেরে মুম্বাইয়ের বড় অংশ জলের তলায় বেশিরভাগ মূল রাস্তা ও আন্ডারপাসগুলি জলমগ্ন হয়ে রয়েছে। পুনের লোহেগাঁও ও পেরিফেরাল এলাকায় গত 24 ঘন্টায় ১৩৯৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। গত জুন মাসে পুনেতে গড় বৃষ্টিপাত হয়েছে ১৫৬.৩ মিলিমিটার। গত শনিবার প্রবল বৃষ্টিতে যা রেকর্ড তৈরি হয়েছে এখনো পর্যন্ত ২০৯.১ মিলিমিটার বৃষ্টি শুরু হয়েছে সেখানে। ১৯৬৯ সাল থেকে পুনেতে জুনের সবথেকে আর্দ্র দিনটি ১৯৯৯ সালে অনুভূত হয়েছিল যখন শহরে বার্ষিক ৭৬৩ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড ছিল।
আসাম মেঘালয় সিকিম ও অরুণাচল প্রদেশ সহ উত্তর-পূর্ব ভারতে ভারী বৃষ্টির জন্য পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন ১৩ই জুন পর্যন্ত ভারী বৃষ্টি সম্ভাবনা থাকছে। ইতিমধ্যেই তাপপ্রবাহের পরিস্থিতি উত্তর ও উত্তর-পশ্চিম ভারতের। সেখানে থমকে রয়েছে বর্ষা। পাঞ্জাব হরিয়ানা বিহার ঝাড়খন্ড গাঙ্গেয় পশ্চিমবঙ্গ জম্বু হিমাচল প্রদেশ উত্তরাখান্ড দিল্লী পশ্চিম রাজস্থান এবং মধ্যপ্রদেশ- এ ১৩ ই জুন পর্যন্ত তাপপ্রবাহের পূর্বাভাস থাকছে হাওয়া অফিসের। একই সঙ্গে উত্তরপ্রদেশে ১৩ই জুন পর্যন্ত থাকবে তাপপ্রবাহের পূর্বাভাস।