দেশ

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোহন যাদব

Mohan Yadav took oath as Chief Minister of Madhya Pradesh

The Truth of Bengal:মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোহন যাদব। তিনি রাজ্যের ১৯তম মুখ্যমন্ত্রী। চারবারের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানকে সরিয়ে মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসানো হল মোহন যাদবকে। তাঁর সঙ্গে উপমুখ্যমন্ত্রী হিসবে শপথ নিয়েছেন নেন জগদীশ দেওড়া এবং রাজেন্দ্র শুক্লা। রাজ্য মন্ত্রিসভা কবে সম্প্রসারণ হবে সে সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। দলে আলোচনা করে ঠিক করা হবে কবে মন্ত্রিসভা সম্প্রসারণ হবে।

মুখ্যমন্ত্রী হিসেবে মোহন যাদবের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রীরা। ছিলেন বিজেপি শাসিত বেশ কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রী। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদায়ী মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানও। নতুন মুখ্যমন্ত্রীকে তিনি শুভেচ্ছা জানিয়েছেন।

শপথ নেওয়ার পর মোহন যাদব বলেছেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেভাবে দেশকে নেতৃত্ব দিচ্ছেন, আমি সেই পথ অনুসরণ করব মধ্যপ্রদেশে। আমি রাজ্যের উন্নতি এবং মধ্যপ্রদেশের কোটি কোটি নাগরিকের আশা পূরণ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

এর আগে রাজ্যে শিবরাজ সিং চৌহান ছিলেন মুখ্যমন্ত্রী। তিনি চারবারের মুখ্যমন্ত্রী। তবে এবার সবাইকে অবাক করে দিয়ে লোকসভা ভোটের আগে মধ্যপ্রদেশে নতুন মুখ্যমন্ত্রী হিসাবে মোহন যাদবের নাম সামনে আনে বিজেপি। মধ্যপ্রদেশে পার্টির বিধায়কদের বৈঠকে ঠিক হয় মোদন যাদবের নাম। এবারের বিধানসভা ভোটে মধ্যপ্রদেশের ২৩০টি আসনের মধ্যে বিজেপি পেয়েছে ১৬৩টি আসন। গতবারের চেয়ে ৫৪টি বেশি আসন পেয়েছে গেরুয়া শিবির। বিজেপি মোট ভোটের প্রায় ৪৯ শতাংশ ভোটের পেয়েছে। অন্যদিকে, ৬৬টি আসনে জেতা কংগ্রেস ভোট পেয়েছে প্রায় ৪১ শতাংশের কাছাকাছি। আট শতাংশের ওই ভোটের পার্থক্যে কংগ্রেসের চেয়ে ৯৭টি আসন বেশি জিতেছে বিজেপি।

Related Articles