দেশ

তিরুপতি মন্দিরে যাবেন মোদি, ভক্তদের দর্শনে নিষেধাজ্ঞা জারি

Tirupati Mandir

The Truth of Bengal: অন্ধ্রপ্রদেশের তিরুপতি মন্দির বিশ্ব জুড়ে বিখ্যাত। প্রতিদিন দেশ-বিদেশ থেকে লক্ষ লক্ষ ভক্ত মন্দিরে গিয়ে পুজো দেন।বিশ্বের সবচেয়ে ধনী দেবতার মন্দির হল তিরুপতি বালাজীর মন্দির। সেখানেই আগামী ২৭ নভেম্বর ফের পুজো দেবেন নমো । তবে ২৬ নভেম্বর সন্ধ্যায় তিরুপতি পৌঁছাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২৭ নভেম্বর সোমবার তিরুমালায় একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা প্রধানমন্ত্রী। তার আগে সকাল আটটা নাগাদ তিরুপতি মন্দিরে পুজো দিতে যাবেন তিনি। প্রধানমন্ত্রীর দফতর সূত্রে খবর, এবার অন্ধ্রপ্রদেশের কোনও রাজনৈতিক সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী।

তিরুপতি মন্দিরে পুজো দিতে যাচ্ছেন। মোদির সফরের কথা স্বীকার করে নিয়েছে তিরুপতি মন্দির কমিটিও।প্রধানমন্ত্রীর  নিরাপত্তার জন্য ওই দিন অন্যান্য ভক্তদের তিরুপতি দর্শনে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। যদিও এজন্য মন্দির কমিটির পক্ষ থেকে সাধারণ দর্শনার্থীদের কাছে ক্ষমা চেয়ে নেওয়া হয়েছে।প্রধানমন্ত্রী তিরুমালা দর্শন ঘিরে সাজোসাজো রব। কড়া নিরাপত্তার চাদের মুড়ে ফেলা হবে মন্দির সংলগ্ন এলাকা। মন্দির দর্শনের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি এবং তাঁর মন্ত্রিসভার সদস্যরাও উপস্থিত থাকতে পারেন বলে সূত্রের খবর।

প্রধানমন্ত্রীর মন্দির দর্শন এই প্রথম নয়। এর আগে রাজস্থানের চিত্তোরগড়ে সানওয়াড়িয়া শেঠ মন্দির দর্শন ও পূজার্চনায় অংশ নিতে দেখা গিয়েছে নমোকে। প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলে তাঁর বার্তায় বলেছিলেন, “চিত্তরগড়ের ঐতিহাসিক সানওয়ারিয়া শেঠ মন্দিরে দর্শন ও পুজো করে আমি অভিভূত। এখানে আমি রাজস্থানে বসবাসকারী আমার পরিবার-পরিজনের সুখ – সমৃদ্ধি কামনা করেছি”।  তারও আগে প্রধানমন্ত্রীকে দেখা গিয়েছিল কেদারনাথের একটি গুহায় বসে ধ্যান করতে। ধ্যানের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল।

Related Articles