
The Truth of Bengal: সিকিমে মেলায় মর্মান্তির দুর্ঘটনা। মেলায় চারিদিকে থিক থিক করছে ভিড়। এরই মধ্যে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে মেলায় ঢুকে পড়ে একটি দুধের ট্যাঙ্কার। দুধের ট্যাঙ্কারটি ঢুকে পড়তেই হুড়োহুড়ি লেগে যায়। তাতে ঘটে যায় বড় বিপত্তি। ট্যাঙ্কারের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় তিনজনের, আহত হন বহু মানুষ। আহতের মধ্যে ৩০ জনের অবস্থা আশঙ্কাজনক। আহতরা হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্চা লড়ছেন। মনিপাল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আহতরা।
এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে সিকিমের গ্যাংটক থেকে প্রায় ১১ কিলোমিটার দূরে রানিপোলে। সূত্রের খবর, রানিপোলের একটি মাঠে বেশ কয়েরকদিন ধরেই মেলা চলছিল। মেলায় বহু মানুষের সমাগম হয় বলেই খবর। সেখানেই শনিবার সন্ধ্যা ৭ টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। মেলায় হঠাতই শিলিগুড়ির দিকে যাওয়া একটি দুধের ট্যাঙ্কার ঢুকে পড়ায় ঘটে বিপদ।প্রত্যক্ষদর্শীরা জানান, ট্যাঙ্কারটি প্রথমে মেলার মাঠের পাশে দাঁড়িয়ে থাকা তিনটি গাড়িকে ধাক্কা মেরে সোজা ভিতরে ঢুকে পড়ে।
তীব্র গতিতে গাড়িটিতে আসতে দেখে হকচকিত হয়ে যান মেলার লোকজন। এরপরই একের পর এক আহত হতে থাকেন বহু মানুষ। অর্থ্যাৎ সেদিন কেউ কিছু বুঝে ওঠার আগেই ট্যাঙ্কারের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারান তিনজন। আহত হন শতাধিক মানুষ। মুহূর্তের মধ্যেই মেলার আনন্দের পরিবেশে আতঙ্ক তৈরি হয়। তবে কিভাবে ওই ট্যাঙ্কার মেলার মাঠে ঢুকে পড়ল গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।