দেশ

রাশিয়া ইউক্রেন যুদ্ধে ভারতীয় শ্রমিক, যুদ্ধ থেকে দূরে থাকার বার্তা কেন্দ্রের

Indian workers in Russia Ukraine war

The Truth of Bengal: ইউক্রেন রাশিয়ার যুদ্ধে অংশ নিয়েছে ভারতীয়রা। সম্প্রতি এমনই গুঞ্জন ছড়াতে দেশ জুড়ে পড়ে গিয়েছে শোরগোল। রাশিয়ার হয়ে ইউক্রেনে যুদ্ধ করছে ভারতীয়রা। এই বিষয়ে এবার মুখ খুলেছে কেন্দ্র। বিষয়টি তাদের নজর এড়ায়নি বলেও জানানো হয়েছে। ভারতের বিদেশ দফতরের প্রধান রণধীর জয়সওয়াল রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ থেকে দূরে থাকার অনুরোধ করে জানিয়েছেন ভারতীয়দের।

অনেক ভারতীয়রাই রাশিয়ার হয়ে ইউক্রেনে লড়াই চালাতে অংশ নিচ্ছে। এই পরিস্থিতিতে যাতে আর কোন  ভারতীয় এই লড়াইয়ে অংশগ্রহণ না করে সেই বিষয়ে বিবৃতি দিয়েছে বিদেশ দফতরের প্রধান। তিনি আরও বলেছেন তাদের কাছে খবর আছে কয়েক জন ভারতীয় রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দিয়েছে। ইতিমধ্যেই রাশিয়ার আধিকারিকদের সঙ্গে দ্রুত যোগাযোগের ব্যবস্থা করেছে ভারতীয় দূতাবাস। ভারতীয়রা রাশিয়ার হয়ে যুদ্ধের ক্ষেত্রে সহকারী হিসাবে কাজ করছে। রুশ আধিকারিকদের কাছেও বারবার বলা হচ্ছে ভারতীয়দের যুদ্ধ থেকে বিরতি দিতে। আর এই নিয়েই দেশের সমস্ত নাগরিকদের সতর্ক করে রণধীর জয়সওয়াল যুদ্ধ থেকে দূরে থাকার বার্তা দিয়েছেন।

দেশের বিভিন্ন রাজ্য যেমন তেলেঙ্গানা, জম্মু-কাশ্মির, কর্ণাটক, গুজরাট থেকে নির্মাণ শ্রমিকদের চাকরির লোভ দেখিয়ে নিয়ে যাওয়া হয় রাশিয়ার। সেখানে গিয়ে যুদ্ধের জন্য তাদের ট্রেনিং দেওয়া হয়। ট্রেনিং নেওয়ার পর তাদের নামানো হয় যুদ্ধে ক্ষেত্রে। এইভাবে যুদ্ধের কারণে মৃত্যু হয়েছে এক ভারতীয়ের।

Related Articles