নিট–ইউজি কাণ্ডে গ্রেফতার মাস্টারমাইন্ড, জালে ২ এমএমবিএস পড়ুয়া
Mastermind arrested in NEET-UG case

The Truth of Bengal: নিট-ইউজি প্রশ্ন ফাঁসের ঘটনায় বড়সড় সাফল্য মিলল ।এবার সিবিআইয়ের হাতে গ্রেফতার হল নিট ইউজি কাণ্ডের মাস্টারমাইন্ড শশীকান্ত পাসোয়ান।অভিযুক্ত প্রশ্ন ফাঁসের মূল কারিগর। এছাড়াও আরও দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।যারা এমএমবিএসের ছাত্র। দুজনই সলভার গ্যাংয়ের সদস্য। তাদের রাজস্থানের ভরতনগরের একটি মেডিক্যাল স্কুল থেকে গ্রেফতার করা হয়েছে। কুমার মঙ্গলম বিষ্ণোই ও দীপেন্দর শর্মা,এমবিবিএস পাঠক্রমের ছাত্র। এই প্রশ্ন ফাঁসের কেলেঙ্কারিতে ২১জন গ্রেফতার হল। এর আগে এই কেলেঙ্কারিতে জড়িত সন্দেহে ঝাড়খণ্ডের দেওঘর থেকে সিকন্দর যাদবেন্দ্র নামে এক সন্দেহভাজন-সহ পাঁচ জনকে গ্রেফতার করেছে পটনা পুলিশ। তার আগে এই ঘটনায় আরও ১৩ জনকে গ্রেফতার করা হয়েছিল।
পুলিশ সূত্রে খবর, নিট কেলেঙ্কারিতে অতুল বৎস, সিকন্দর যাদবেন্দ্র, সঞ্জীব মুখিয়ার পাশাপাশি রবি অত্রিরও নাম উঠে এসেছিল।তদন্তে নেমে পুলিশ জানতে পারে, প্রশ্নপত্র ফাঁসে নিজের গ্যাং কাজে লাগিয়েছিলেন রবি। অতুল বৎস এবং সঞ্জীব মুখিয়া বিহারের পটনা এবং নালন্দায় প্রশ্নপত্র ফাঁস করেছিলেন বলে দাবি তদন্তকারীদের। পুলিশ জানিয়েছে, ওই সময় ‘পরীক্ষা মাফিয়া’দের সংস্পর্শে আসেন রবি। অন্যের হয়ে পরীক্ষায় বসতেন। তার পর প্রশ্নপত্র ফাঁসের চক্রে জড়িয়ে পড়েন। সেই থেকে তাঁর সাম্রাজ্যের জাল আরও বিস্তার করেছেন রবি।
আবার তিনি পুলিশের জালে।এখন প্রশ্ন ফাঁস চক্রের মাস্টারমাইন্ডকে গ্রেফতার করে সিবিআই বড় সাফল্য পেল বলে তদন্তকারীদের অভিমত।আগামীদিনে জট কাটাতে তদন্তকারীরা কোন পথে চলে সেটাও লক্ষ্যণীয়।ইতিমধ্যে বিরোধীরা সরকার পক্ষের কাছে স্বচ্ছতার সঙ্গে তদন্ত প্রক্রিয়া চালানোর দাবি তুলেছে। সংসদে এই বিষয়ে ঝড় উঠতে পারে।বিরোধীরা নিরপেক্ষ তদন্তের দাবিতে অনড় রয়েছে।কিভাবে এই নিট পরীক্ষার অস্বচ্ছতা দূর করা যাবে তা নিয়ে বিরোধীরা সংসদে প্রশ্ন তুলতে চায়।