দেশ

ফের উত্তপ্ত মণিপুর! নিখোঁজ ২ কিশোর

Manipur Violence

The Truth of Bengal: আবারও উত্তপ্ত উত্তর-পূর্বের এই রাজ্য মণিপুর। রবিবারই নিখোঁজ হয়ে যায় ২ কিশোর। যা নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় মণিপুরে। এই ঘটনাকে কেন্দ্র করে ফের বিক্ষোভের আগুন জ্বলে উঠেছে। যদিও ওই দুই কিশোরের নিখোঁজ হওয়ার পিছনে জড়িত থাকার সন্দেহে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই উত্তপ্ত পরিস্থিতির মাঝেই এবার কয়েকটি জেলায় মোবাইল ইন্টারনেট পরিষেবা আবার চালু করার সিদ্ধান্ত নিল মণিপুর প্রশাসন। মঙ্গলবার এই বিষয়ে উখরুল জেলায় এক অনুষ্ঠানে এসে মণিপুরের পশুপালন ও পরিবহণমন্ত্রী খাসিম ভাসুম জানিয়েছেন, “উখরুল, চান্ডেল, তামেংলং ও সেনাপতি জেলায় মোবাইল ইন্টারনেট পরিষেবা আবার চালু হবে। বর্তমান যে সমস্ত অঞ্চল হিংসা কবলিত নয় সেই সব জায়গার পরিস্থিতি খতিয়ে দেখে নেট পরিষেবা পুনরায় সচল করার উদ্যোগ নিয়েছে সরকার।”

উল্লেখ্য, গত ৭ মাস ধরে মেতেই-কুকি গোষ্ঠী সংঘর্ষে জ্বলছে মণিপুর। ৩ মে উত্তর-পূর্বের এই রাজ্যে মেতেই-কুকি জাতি সংঘর্ষ শুরু হয়। তার পর থেকেই ভুয়ো খবর ছড়ানো ও হিংসায় উসকানি রুখতে বন্ধ রাখা হয় ইন্টারনেট। এর পর ২৫ জুলাই শিক্ষাক্ষেত্র, স্বাস্থ্যক্ষেত্রের মতো কয়েকটি জায়গায় শর্তসাপেক্ষে ব্রডব্যান্ড পরিষেবা চালু করা হয়। সেপ্টেম্বর মাসের ২৩ তারিখ মণিপুরে ইন্টারনেট পরিষেবা সচল করার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী এন বিরেন সিং। তার কয়েকদিন পরেই দুই পড়ুয়াকে অপহরণ করে খুনের ঘটনা ঘটে।

ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়। ফের উত্তপ্ত হয়ে ওঠে উত্তর-পূর্বের রাজ্যটি। অন্যদিকে অক্টোবরের শুরুর দিকে আরও এক বিতর্কিত ভিডিও ভাইরাল হয়। ফের অশান্তি শুরু হয় রাজ্যজুড়ে। হামলা চালানো হয় এক মন্ত্রীর বাড়িতে। যার ফলে ফের বন্ধ করে দেওয়া হয় নেট পরিষেবা। এবার হাই কোর্টের নির্দেশ মেনে হিংসাবিধ্বস্ত নয় এমন কয়েকটি জায়গায় মোবাইল ইন্টারনেট চালু করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

Free Access

Related Articles