দেশ

ফের অগ্নিগর্ভ মণিপুর, পুলিশের গুলিতে মৃত ১

Manipur on fire again, 1 dead in police firing

Truth Of Bengal: আবারও অগ্নিগর্ভ মণিপুর। মণিপুরে পুলিশের গুলিতে মৃত্যু। কংগ্রেস-বিজেপির পার্টি অফিসে আগুন। গোষ্ঠীহিংসার জেরে ফের উত্তপ্ত মণিপুর। জিরিবাম জেলার জিরি নদী থেকে দু’টি দেহ উদ্ধার হয়। এক বয়স্কা এবং এক শিশুর দেহ নদীতে ভেসে আসে। জিরিবাম জেলায় মোট ছ’টি দেহ উদ্ধার করা হল। নিরাপত্তাজনিত একাধিক বিধিনিষেধও জারি করা হয়েছে।

শনিবার বিকেল সাড়ে ৪টে থেকে ইম্ফলে কার্ফু জারি করা হয়েছে। মোট সাত জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ। বিক্ষোভ দমনে রবার বুলেট, কাঁদানে গ্যাস ছুড়েছে পুলিশ এবং নিরাপত্তাবাহিনী। তবে তার পরেও উত্তেজনা প্রশমিত হয়নি। মণিপুর পরিস্থিতি পর্যালোচনা করলেন শাহ। মণিপুর পরিস্থিতি পর্যালোচনা অমিত শাহের। নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখা হয় দিল্লিতে। ৬টি দেহ উদ্ধারের পর অগ্নিগর্ভ পরিস্থিতি হয়। মণিপুরের মুখ্যমন্ত্রীর বাড়িতে হামলা চালায় জনতা। বীরেন সিংয়ের বাড়িতে হামলা চালায় বিক্ষোভকারীরা। ২মন্ত্রীও বিধায়কদের বাড়িতে ক্ষোভের আঁচ লাগে।

Related Articles