দেশ

Lok Sabha Election 2024 : একবার দুবার নয় একই দিনে আটবার ভোট দিলেন এই ব্যক্তি, জানুন কে এই ব্যক্তি?

Lok Sabha Election 2024 : This person voted eight times on the same day, not once, know who this person is?

The Truth Of Bengal :  চলছে লোকসভা নির্বাচন। আর এর আগে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ঘিরে শোরগোল। দাবি, এক ব্যক্তি নাকি বিজেপিকে আটবার ভোট দিচ্ছেন। সেই প্রেক্ষিতে সরকারি আধিকারিকদের হুঁশিয়ারি দিলেন রাহুল গান্ধী।

সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে একটি বুথে ঢুকে ইভিএমে পরপর আটবার বিজেপির বোতাম টিপছেন তিনি। ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী মুকেশ রাজপুত। তার নামের পাশে পরপর আটবার ভোট দিয়েছেন ওই ব্যক্তি। নিজেই এই কীর্তির ভিডিও মুঠোফোনে রেকর্ড করেছেন তিনি। আর্জা ইতিমধ্যে ভাইরাল সামাজিক মাধ্যমে। এই ঘটনাকে কেন্দ্র করে এটি মধ্যে নয়া গাও থানায় অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করেছে পুলিশ। প্রতীত ত্রিপাঠি র নামে এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। নির্বাচন কমিশনও ভিডিও নিয়ে পদক্ষেপ গ্রহণ করবে আশ্বাস দিয়েছে। ওই নির্দিষ্ট বুথে কমিশনের যে সমস্ত আধিকারিকেরা কর্তব্যরত ছিলেন ইতিমধ্যেই তাদের সবাইকে সাসপেন্ড করা হয়েছে। আর এই ভিডিওর সত্যতা যাচাই করেনি ট্রুথ অফ বেঙ্গল। সমাজবাদী পার্টির নেতারা একযোগে ওই ভিডিও শেয়ার করার পর যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

এই ঘটনা প্রসঙ্গে রাহুল বলেন, ” নিজেদের হারকে সামনে দেখে জনাদেশ পালটে দেওয়ার জন্য প্রশাসনের উপর চাপ সৃষ্টি করে গণতন্ত্র লুঠ করার চেষ্টা করছে বিজেপি। নির্বাচনের দায়িত্বে থাকা প্রত্যেক আধিকারিকদের কাছে কংগ্রেস আশা করছে যে সরকারের চাপে যেন সাংবিধানিক দায়িত্ব ভুলে না যান। নাহলে ইন্ডিয়ার সরকার তৈরি হওয়ার পরে এমন পদক্ষেপ করা হবে যে সংবিধানের শপথের অবমাননা করার আগে ১০ বার ভাববেন।”

তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সংসদ সাকেত গোখলে জানান, ” এক ব্যক্তি বুথে গিয়ে বিজেপি প্রার্থীকে আটবার ভোট দিচ্ছেন। এই নির্বাচনটাকে হাস্যকর পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য নির্বাচন কমিশনের লজ্জা হওয়া উচিত। আগে কখনও কোনও নির্বাচন কমিশন এরকম নির্লজ্জভাবে শাসক দলের হয়ে ব্যাট করতে নামেনি।”

Related Articles