দেশ

উত্তরপ্রদেশের ৮৫-র পুলিশ হত্যাকাণ্ডে অভিযুক্ত ৯জনের যাবজ্জীবন

Life sentence for 9 accused in Uttar Pradesh's 85 police killings

The Truth Of Bengal: উত্তরপ্রদেশে আইনশৃঙ্খলা সমস্যা বরাবরই সংবাদ শিরোনামে থেকেছে।দেশের বৃহত্তম রাজ্যেদুষ্কৃতীদের বেপরোয়া কর্মকাণ্ড নিরাপত্তাহীনতার আশঙ্কা তৈরি করে।সমাজবাদী পার্টির সময়ে আইনশৃঙ্খলা তুলনামূলক ভালো হলেও এখন আইনশৃঙ্খলার অবনতির জন্য উত্তরপ্রদেশে সমস্যা বেড়েছে।

এরমাঝে পুরনো একটি মামলায় উত্তরপ্রদেশের নিম্ন আদালত,চাঞ্চল্যকর রায় দেয়।সেখানে স্থানীয় একটি আদালত, ১৯৮৫-র পুলিশ হত্যাকাণ্ডে ৯ অভিযুক্তকে যাবজ্জীবনের নির্দেশ দিয়েছে।উল্লেখ্য, ৩৮বছর আগে সুরেরি থানার এক পুলিশ কর্তাকে হত্যার অভিযোগ ওঠে।এসএইচও বাব্বন সিংকে খুনের ঘটনায় শোরগোল পড়ে।মামলা গড়ায় আদালতে।সরকারি আইনজীবী সতীশ চন্দ্র পাণ্ডে জানিয়েছেন,জেলা আদালতের   বিচারপতি বাণী রঞ্জন আগরওয়াল এই হত্যাকাণ্ডে যাবজ্জীবনের নির্দেশ দিয়েছেন।৯অভিযুক্তকেই এই সাজা দেওয়া হয়েছে।

একইসঙ্গে দোষীদের ১০হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে। এবিষয়ে সরকারি কৌঁসুলী জানিয়েছেন,আসলে পুলিশ আধিকারিক বাব্বন সিং  গিয়েছিলেন জমি সংক্রান্ত বিবাদের নিষ্পত্তি করতে।কিন্তু তাঁকে  ঘিরে ধরে সিরহি পূর্বের গ্রামবাসীদের একাংশ। তারপর উদ্ধত গ্রামবাসীদের হামলায় গুরুতর জখম হন তিনি।সেই ঘটনায় পুলিশ ৬০জন ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করে। অনেকেই মুক্ত হয়।বাকি ৯জনই সাজা পাচ্ছেন।

 

Related Articles