বিরোধী দলনেতা রাহুল গান্ধী, প্রস্তাব কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে
Leader of Opposition Rahul Gandhi, proposal in Congress Working Committee meeting

The Truth of Bengal: কংগ্রেস ওয়ার্কিং কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হল দিল্লিতে। এই বৈঠকে রাহুল গান্ধীকে বিরোধী দলনেতা হওয়ার প্রস্তাব দেওয়া হয়। তবে তিনি বিরোধী দলনেতা হবেন কিনা তা স্পষ্ট করে জানাননি। কংগ্রেস নেতৃত্বকে তিনি জানিয়েছেন কয়েকদিন ভেবে দেখার সময় দিতে। দীর্ঘ ১০ বছর পর ভারত পেতে চলেছে বিরোধী দলনেতা। কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব চাইছেন ওই পদে রাহুল গান্ধী বসুন। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অন্যতম বিরোধী মুখ হয়ে উঠুন রাহুল গান্ধী। দিল্লিতে আয়োজিত ওয়ার্কিং কমিটির বর্ধিত সভায় এই বিষয়টি নিয়ে দীর্ঘ আলোচনা হয়। বৈঠক শেষে কংগ্রেস নেতা কে সি বেনুগোপাল বলেন, রাহুল গান্ধীকে প্রস্তাব দেওয়া হয়েছে বিরোধী দলনেতা হওয়ার। তিনি সেই প্রস্তাব ফেরান নি।
আবার গ্রহণও করেননি। কয়েকদিন ভেবে নিয়ে তবে জানাবেন বলেছেন। কংগ্রেসের এই নেতা বলেন, কংগ্রেস সংসদীয় দল মনে করে রাহুল গান্ধী বিরোধী দলনেতা হিসাবে যথাযথ ভূমিকা পালন করতে পারবে। এই মুহূর্তে একটা শক্তিশালী বিরোধী শক্তি দেশে গড়ে উঠেছে। কেন্দ্রে এনডিএ জোটের যে সরকার গড়ে উঠছে সেই সরকারকে বিভিন্ন ইস্যুতে চাপে রাখতে পারবে বিরোধীরা। যা ইচ্ছে তাই করতে পারবে না কেন্দ্রের সরকার। এবারের লোকসভা নির্বাচনে কংগ্রেসের ফলাফল ভালো হয়েছে। ৯৯ জন সাংসদ এবার কংগ্রেসের হয়ে সংসদে প্রতিনিধিত্ব করবেন।
গতবারে থেকে এবার সাংসদ সংখ্যা দ্বিগুণেরও বেশি। শুধু কংগ্রেস নয়, ইন্ডিয়া জোট এনডিএ নেতৃত্বাধীন সরকারের ঘাড়ে নিশ্বাস ফেলছে। এদিন কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে দলের আগামী ভবিষ্যৎ নিয়ে পর্যালোচনা হয়। সংসদে দলের নবনির্বাচিত সাংসদরা কী ভূমিকা পালন করবেন তা নিয়েও আলোচনা হয়েছে। এদিনের বৈঠকে সোনিয়া গান্ধী রাহুল গান্ধী দলের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নবনির্বাচিত সাংসদদের অভিনন্দন জানান দলের শীর্ষ নেতারা।