দেশ
Trending

ভোটের মুখে অস্বস্তিতে লালু! জারি হল গ্রেফতারি পরোয়ানা

The Truth Of Bengal: নির্বাচনের মুখে বড়সড় ধাক্কা খেলেন লালু প্রসাদ যাদব।  ২৬ বছরের পুরনো মামালায় গ্রেফতারি পরোয়ানা জারি হল বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব বিরুদ্ধে।  গোয়ালিয়রের এমপি-এমএলএ আদালতে অস্ত্র মামলায় বর্ষীয়ান নেতার বিরুদ্ধে এই পরোয়ানা জারি হল। ফলে লোকসভা নির্বাচনের আগে ডামাডোল তৈরি হল বিহারের রাজনীতিতে।

শুক্রবার মধ্যপ্রদেশের গোয়ালিয়র একটি বিশেষ আদালত ১৯৯৫ -৯৭ সালে কথিত অস্ত্র ও গোলাবারুদ কেনার অভিযোগে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের বিরুদ্ধে স্থায়ী গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। এই মামলায় ১৯৯৮ সালেই লালুকে ‘ফেরার’ ঘোষণা করা হয়েছিল। উল্লেখ্য, ১৯৯৫ থেকে ১৯৯৭ সালের মধ্যে অভিযুক্ত রাজকুমার শর্মা গোয়ালিয়রের তিন সংস্থা থেকে হাতিয়ার ও কার্তুজ কিনেছিলেন বলেই অভিযোগ। সেই অস্ত্র তিনি বিহারে বিক্রি করেছিলেন বলেই খবর।

আর এই মামলায় মোট ২২ জন অভিযুক্তের নাম সামনে আসে। অভিযুক্তের তালিকায় থাকে লালু প্রসাদ যাদবের নামও। তবে এই মামলায় যারা অভিযুক্ত হয়েছিল তাদের মধ্যে দুজনের মৃত্যু হয়। পাশাপাশি ১৪ জনকে পলাতক ঘোষণা করা হয়। সেই ১৪ জন নিখোঁজ তালিকার মধ্যে অন্যতম হল বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ। ১৯৯৮ সালেই ফেরার ঘোষণা করা হয় লালুকে । এবার সেই ২৬ বছরের পুরনো মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে গোয়ালিয়রের এমপি-এমএলএ আদালত। ফলে নির্বাচনী আবহের মধ্যেই লালু গ্রেফতার হয় কিনা সেটাই এখন দেখার।

Related Articles