দেশ

কর্ণাটকে উঠল হিজাব নিষেধাজ্ঞা

Hijab ban lifted in Karnataka

The Truth of Bengal: কর্ণাটকে বিজেপি সরকারের ক্ষমতাকালে অর্থাত ২০২২ সালে  শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের হিজাব পড়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। যে সিদ্ধান্ত নিয়ে একাধিক বিতর্ক তৈরি হয়েছিল সেইসময়ে। রাজ্যে ছড়িয়েছিল চরম উত্তেজনার পরিস্থিতি। বিষয়টি তখন গড়িয়েছিল আদালত পর্যন্ত। ওই নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ করে মামলা করা হয় কর্ণাটক হাইকোর্টে। সেখানেও নিষেধাজ্ঞা জারির পক্ষেই রায় যায়।

তারপরই মামলা পৌছয় সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালতের রায়তেও হাইকোর্টের নির্দেশই মান্যতা পেয়েছিল। কিন্তু ক্ষমতায় গত মে মাসে বিধানসবা নির্বাচনে জিতে মুখ্যমন্ত্রী হন সিদ্দারামাইয়া। তখনই তিনি এই বিষয় নিয়ে বিবেচনা করার আশ্বাস দিয়েছিলেন। কর্ণাটকের মুখ্যমন্ত্রী তথা প্রবীন কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া এবার ঘোষণা করলেন, বিজেপি সরকারের আমলে সে রাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে মুসলিম ছাত্রীদের হিজাব পড়ার উপর যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, সেই নিষেধাজ্ঞাই এবার প্রত্যাহার করা হল।

তাঁর মন্তব্য, শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রীদের পোষাক পড়ার ক্ষেত্রে তাদের ,ব্যক্তি স্বাধীনতা আছে।   সিদ্দারামাইয়ার এহেন সিদ্ধান্তের তীব্র বিরোধীতা করেছে গেরুয়া শিবির। ভোট ব্যাঙ্কের কথা মাথায় রেখেই এই নিষেদাজ্ঞা তুলেছে সিদ্দারামাইয়া সরকার, বলে তোপ দেগেছে বিজেপি।

Related Articles