দেশ

‘আব কি বার ৪০০ পার’ দাবির সারবত্তা আছে, নাকি স্রেফ ‘পেপ টক’

The Truth Of Bengal: বিজেপি কখনও দাবি করছে তারা ৪০০ আসন পার করবে। আবার কখনও দাবি করছে খুব কম হলে ৩৫০ আসন পাবে তারা। দেশজুড়ে স্লোগান তুলেছে ‘আব কি বার ৪০০ পার’। বারবার মোদি-শাহের মুখেও শোনা যাচ্ছে এই কথা। কীসের জোরে বিজেপি এই দাবি করছে? গেরুয়া শিবির থেকে বলা হচ্ছে, গত ১০ বছরের কাজের নিরিখে মানুষ তাদের দু’হাত ভর্তি করে আশীর্বাদ দেবে। জনাদেশ নিয়ে তারা পার করবে ৪০০ আসন। প্রশ্ন হল, বিজেপির এই দাবি কতটা যুক্তিযুক্ত? আদৌ কি বিজেপি পারবে নিজেদের লক্ষ্যে পৌঁছতে? নাকি অনেক আগে তাদের জয়রথ থেমে যাবে? মানুষ যদি আশীর্বাদ করে তা হলে বিজেপিকে এমন ভাবে মাঠে পড়ে থাকতে হচ্ছে কেন?

২০১৯ সালে যা দেখা গিয়েছিল, এবারও তার অন্যথা হচ্ছে না। প্রচারে নেমে পড়েছেন নরেন্দ্র মোদি, অমিত শাহ, জেপি নাড্ডার মতো নেতারা। দিল্লির সব বড় নেতা ছুটে যাচ্ছেন বিভিন্ন রাজ্যে। দলের কথা তুলে ধরছেন। ফের তাদের ভোট দেওয়ার আবেদন জানাচ্ছেন। অনেক প্রতিশ্রুতি দিচ্ছেন বিজেপি নেতারা। তাদের কাজে সন্তুষ্ট হয়ে মানুষ যদি উজাড় করে ভোট দেয়, তা হলে তো বিজেপি নেতাদের এমন ভাবে ময়দানে নামার কথা নয়। প্রচারে সবদিক থেকে এগিয়ে থাকারও কথা নয়। কেন নরেন্দ্র মোদির মতো প্রবীণ নেতাকে বারবার ছুটে যেতে হচ্ছে বিভিন্ন রাজ্যে? এই বাংলায় একাধিকবার আসা হয়ে গিয়েছে মোদির। এসেছেন দিল্লির অন্য বড় নেতারাও। কার্যত ডেইলি প্যাসেঞ্জারি শুরু হয়ে গিয়েছে। কাজের নিরিখে মানুষ তাদের ভোট দিলে প্রচারে এত সময় ব্যয় করতে হচ্ছে কেন বিজেপিকে? খুব স্বাভাবিক ভাবেই উঠছে এই প্রশ্ন।

মোদি-অমিত শাহরা যাই দাবি করুন না কেন, বিজেপি এবার ২০০ আসন পার করতে পারবে না। জোরের সঙ্গে এই দাবি করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার ময়নাগুড়ির সভায় তিনি বলেছেন, বিজেপি এবার ২০০ আসন পার করতে পারবে না। প্রতিদ্বন্দ্বী দলের নেতাদের কথার লড়াই চলবে এটাই স্বাভাবিক। কিন্তু, বিজেপি কোন অঙ্কে দাবি করছে তারা ৪০০ আসন পার করবে? কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধী একটা হাওয়া আছে। দেশের অংশের মানুষ নানা কারণে বিজেপির ওপরে ক্ষুব্ধ। কৃষকদের ক্ষোভ এখনও প্রশমন হয়নি। সিএএ ও এনআরসি নিয়েও মানুষের মধ্যে ক্ষোভ আছে। দেশে বেকারত্ব বেড়েছে মোদি সরকারের আমলে। কাজ হারিয়েছে বহু মানুষ। উন্নয়ন নিয়ে যা বলা হয়, বাস্তবে তার সঙ্গে অনেক কিছুর মিল নেই। তাও ৪০০ আসন জয়ের স্বপ্ন দেখছে বিজেপি। তাই স্লোগান তুলছে’ আব কি বার ৪০০ পার’।

৪০০ আসন জয়ের স্বপ্ন দেখলেও তা যে কতটা কঠিন বুঝতে পারছে বিজেপি। সেই জন্য গোটা দেশে মাটি কামড়ে পড়ে আছেন বিজেপির বড় নেতারা। ছুটে যেতে হচ্ছে রাজ্যে রাজ্যে। নিজেদের দখলে থাকা অনেক রাজ্যে খুব একটা স্বস্তিতে নেই বিজেপি। দক্ষিণের রাজ্যগুলিতে তেমন বলার মতো শক্তি নয় বিজেপি। হাতে থাকা একমাত্র রাজ্য কর্ণাটক হারাতে হয়েছে। রাজস্থানে ক্ষমতায় ফিরলেও ভোট শতাংশের ব্যবধানে ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে কংগ্রেস। উত্তরপ্রদেশে কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে লড়ছে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি। ফলে এবার আগের তুলনায় অনেকটাই কঠিন লড়াইয়ের সামনে পড়তে হবে বিজেপিকে। সব মিলিয়ে লড়াই খুব একটা সোজা নয় বিজেপির সামনে। তাই ‘আব কি বার ৪০০ পার’ স্লোগান দেওয়া হলেও বাস্তব হওয়া খুব কঠিন।

Related Articles