মহিলা সহকর্মীর চুল দেখে হিন্দি গান গাওয়া কি যৌন হেনস্তা? কি জানাল বম্বে হাই কোর্ট
Is singing Hindi songs by seeing colleague's hair sexual harassment? What did the Bombay High Court say?

Truth of Bengal: মহিলা সহকর্মীর চুল দেখে হিন্দি গান গাওয়া কি যৌন হেনস্তা? দুই বছরের পুরনো এক মামলায় এতদিন দোষী সাব্যস্ত থাকা ব্যাঙ্ক কর্মী এবার রেহাই পেলেন। বম্বে হাই কোর্ট জানিয়ে দিল, এই অভিযোগ অস্পষ্ট ও ভিত্তিহীন।
২০২২ সালের ৩০ সেপ্টেম্বর এক ব্যাঙ্ক কর্মীর বিরুদ্ধে অভ্যন্তরীণ অভিযোগ কমিটি (ICC) যৌন হেনস্তার অভিযোগে দোষী সাব্যস্ত করে। পরে ২০২৪ সালে শিল্প আদালতও সেই রায় বহাল রাখে। কিন্তু এবার উচ্চ আদালত সেই রায় খারিজ করল।
এক অফিস মিটিং চলাকালীন এক মহিলা সহকর্মীর লম্বা চুল দেখে অভিযুক্ত ব্যক্তি হিন্দি ছবির জনপ্রিয় গান “ইয়ে রেশমি জুলফে” গেয়ে ওঠেন। পাশাপাশি মজা করে বলেন, চুল বাঁধতে জেসিবি প্রয়োজন! অভিযোগকারী প্রথমে বিষয়টিকে যৌন হেনস্তা হিসেবে দেখেননি। তবে পরে এটি যৌন হয়রানির অভিযোগে গড়ায়।
আরেকটি অভিযোগ ছিল, অভিযুক্ত এক পুরুষ সহকর্মীর পুরুষাঙ্গ নিয়ে ঠাট্টা করেছিলেন, যা এক মহিলা সহকর্মীর সামনে হয়েছিল। যদিও অভিযুক্তের দাবি, এটি নিছকই রসিকতা ছিল।
বিচারপতি সন্দীপ মারনে রায়ে বলেন—
- POSH আইনের অধীনে এই অভিযোগ যৌন হেনস্তার শর্ত পূরণ করে না।
- যে পুরুষ সহকর্মীকে নিয়ে রসিকতা করা হয়েছিল, তিনি এতে আপত্তি জানাননি।
- ICC ও শিল্প আদালত বিষয়টি সঠিকভাবে বিশ্লেষণ করেনি, তাই সেই রায় খারিজ করা হল।
এই রায়ের ফলে অভিযুক্ত ব্যাঙ্ক কর্মীর দোষমুক্তি ঘটল।