আরব সাগরে দুর্ধর্ষ মহড়া ভারতের আটটি রণতরীর, হতবাক গোটা বিশ্ব
India's eight warships conduct fierce exercises in the Arabian Sea

Truth Of Bengal : ভারতের পশ্চিম উপকূলে আরব সাগরে একসঙ্গে দাপট দেখাল ভারতের আটটি রণতরী। যা দেখে অবাক গোটা বিশ্ব। এই মহড়ার ভূয়সী প্রশংসা করেছেন ভাইস অ্যাডমিরাল সঞ্জয় জে সিং । এক কাথায় ভারতের এই মহড়া প্রদর্শনী শত্রুপক্ষ এবং জলদস্যুদের হালকা হুঁশিয়ারি দেওয়া তা বলা যেতেই পারে।
ভারতীয় নৌসেনার দাপট দেখে হতবাক গোটা বিশ্ব। ভারতের পশ্চিম উপকূলে আরব সাগরে আয়োজিত হওয়া ভারতের শক্তিশালী আটটি সাবমেরিনের মহড়ার দৃশ্য ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এই দৃশ্য সত্যি দেখার মত। বর্তমানে ভারতের নৌসেনা বাহিনী এতটাই শক্তিশালী যে তারা যে কোনও মুহূর্তে প্রস্তুত। শত্রুপক্ষের কাছে এই দৃশ্য এক কাথায় তাদেরকে হুঁশিয়ারি দেওয়া, তা বলাই বাহুল্য। বেশ কিছু দিন ধরেই পশ্চিম এশিয়ার এডেন উপসাগর অঞ্চল দিয়ে প্রবাহিত একাধিক বাণিজ্যিক জাহাজকে ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী ও সোমালিয়া জলদস্যুদের ছিনতাইয়ের হাত থেকে উদ্ধার করেছে ভারতীয় নৌসেনা। সম্প্রতি সোমালিয়া জলদস্যুদের হাত থেকে উদ্ধার হওয়া বাংলাদেশি জাহাজে ছিল ৩৫ জলদস্যু যারা সকলেই ভারতীয় নৌসেনার কাছে আত্মসমর্পণ করেছিল। এই জাহাজে ছিল ১৪ জন নাবিক। তাদেরকেও উদ্ধার করেছে ভারতীয় নৌসেনা।
ভারতীয় নৌসেনার আয়োজিত এই মহড়ার প্রশংসা করেছেন ভাইস অ্যাডমিরাল সঞ্জয় জে সিং । এই কথা জানিয়েছেন নৌসেনার ওয়েস্টার্ন নাভাল কমান্ড, পাশাপাশি তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন যে ভাইস অ্যাডমিরাল সঞ্জয় জে সিং সমুদ্রের নিচে গিয়ে এই মহড়ার সাক্ষী থেকেছেন এবং তিনি নিজে সাবমেরিনারদের কাজের দক্ষতা চাক্ষুষ করেছেন। ভারতের হাতে রয়েছে ১৬ টি অপারেশনাল সাবমেরিন। যার মধ্যে রয়েছে ১৪ টি ডিজেল – ইলেকট্রিক সাবমেরিন ও ২ টি পারমাণবিক সাবমেরিন। এই সাবমেরিন গুলির মধ্যে ৫ টি নেওয়া ফ্রান্স থেকে, ৪ টি নেওয়া জার্মান থেকে এবং ৭ টি নেওয়া রাশিয়া থেকে। তবে বর্তমানে চিনা জলযানের দাপট ভারত মহাসাগরীয় অঞ্চলে এতটাই বৃদ্ধি পেয়েছে যে ভারতের সাবমেরিনের সংখ্যা আরও বাড়াতে হবে।
FREE ACCESS