
The Truth of Bengal: আগামী শিক্ষাবর্ষ থেকে স্নাতক এবং স্নাতকোত্তরে পড়ানো হবে ভারতীয় শিক্ষাদান পদ্ধতি। এরজন্য সারা দেশের মোট ১ হাজার জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে বিশেষ প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউজিসি বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। ভারতীয় সংস্কৃতি, প্রথা সম্পর্কে তাঁদের প্রশিক্ষণ দেওয়া হবে। স্নাতক এবং স্নাতকোত্তর পর্বের প্রথম বর্ষেই পড়ুয়াদের এই বিষয়ের পাঠ নিতে হবে। ইতিমধ্যেই শিক্ষকদের প্রশিক্ষণ শুরু হয়েছে। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের ইন্ডিয়া নলেজ সিস্টেম এই বিষয়টির তত্ত্বাবধানে রয়েছে। আগামী ২ বছরে এই বিষয়ের ওপর মোট ১৫ লক্ষ শিক্ষককে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন।
পাঠ্য বিষয়গুলির মধ্যে থাকবে ভারতীয় পরম্পরা, দৃষ্টিভঙ্গি ও আধুনিক সময়ে প্রাচীন ভারতীয় বিদ্যার প্রাসঙ্গিকতা। ৬ দিনের প্রশিক্ষণটি ৬ ভাগে ভাগ করা হয়েছে। প্রথম পর্বে পুরো বিষয়ের ওপর প্রাথমিক ধারণা দেওয়া হবে। বৈদিক আমলের বিভিন্ন গ্রন্থ, বিভিন্ন দিক তুলে ধরা হবে, দেওয়া হবে বৈদিক শাস্ত্রের পাঠ। এছাড়াও কর্ম এবং ধর্মের মতো অপরিবর্তিত শব্দগুলি সম্পর্কেও প্রশিক্ষণ নিতে আসা শিক্ষকদের পাঠ দেওয়া হবে। এগুলি থাকবে তৃতীয়ভাগে। প্রশিক্ষণের দ্বিতীয় ভাগে থাকবে বৈদিক দর্শন। চতু্র্থ ভাগে শিক্ষকদের তন্ত্র যুক্তি বা গবেষণামূলক জ্ঞান অর্জন সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়। ২০২০ সালে তৈরি হওয়া জাতীয় শিক্ষা নীতিতে এই বিষয়টির উল্লেখ ছিল।
সেখানেই বলা হয়, প্রাচীন ভারত এবং তৎকালীন ভারতীয় বিদ্যার আধুনিক বা আজকের ভারতে প্রাসঙ্গিকতা ও প্রয়োজনীয়তা সম্পর্কে জানতে হবে। সেই নীতি অনুসারেই প্রথমে শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জুলাইয়ে শুরু হয়েছে শিক্ষকদের প্রশিক্ষণ। অক্টোবরের মধ্যেই সেই প্রশিক্ষণ শেষ হবে। সূত্র মারফৎ জানা গিয়েছে, মূল শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত নয়, এমন মোট ৪০টি শাখার বিশেষজ্ঞদেরও যুক্ত করা হবে। পড়ুয়াদের সঙ্গে নিজেদের অভিজ্ঞতা অর্জন করা জ্ঞান ভাগ করে নেবেন তাঁরা।
Free Access