দেশ

নামবদলের খরচ ১৪ হাজার কোটি টাকা! প্রেস্টিজ ফাইটে ক্ষতি আমজনতার?

India to Bharat name changing cost would be 14 crore rupees

The Truth of Bengal: দেশের নাম বদলাতে চাইছে বিজেপি সরকার। যেদিন থেকে বিরোধী জোটের নাম ইন্ডিয়া হয়েছে, সেদিন থেকে ভারত নামের ওপর জোর দিচ্ছে মোদি-শাহরা। যদিও এই বিষয়ে অফিসিয়ালি এখনও কিছু ঘোষণা হয়নি, তবে শাসক-বিরোধীর মধ্যে নামবদলের প্রসঙ্গ নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে তর্কবিতর্ক। এরমধ্যে অর্থনৈতিক বিশ্লেষকদের সামনে উঠে এল একটি চাঞ্চল্যকর তথ্য।

সম্প্রতি অর্থনৈতিক বিশেষজ্ঞ তথা ভ্লগার ড্যারেন অলিভিয়েরদের মতে, ইন্ডিয়া থেকে ভারত, এই নামবদল করতে গেলে সম্ভাব্য খরচ হতে পারে ১৪ হাজার ৩৪ কোটি টাকা। যা যাবে সরাসরি দেশের কোষাগার থেকে। তবে টাকার অঙ্কটা খানিকটা কমবেশি ওঠানামা করতেই পারে। তবে প্রশ্ন একটাই, শুঘুমাত্র নামবদল করতে যদি এতটাকা খরচ করে, তাহলে দেশের মানুষের ওপর এর প্রত্যক্ষ প্রভাব পড়বেই। জিনিষপত্রের মুল্যবৃদ্ধি অবধারিতভাবে হবেই।

ড্যারেনের তত্ত্ব অনুযায়ী, নামের অর্থ পরিচয়, আর নিজেকে পরিচিত করতে গেলে ব্র্যান্ড মার্কেটিং করতেই হবে। পুরোনো নামের মার্কেটিংয়ে খরচ হয় লভ্যাংশের ৬ শতাংশ। কিন্তু যদি এমন পরিস্থিতিতে হয়, যেখানে সেই ব্র্যান্ড যদি নতুন করে নিজের পরিচয় গড়ে তুলতে চায়, তাহলে এই খরচের পরিমাণ বেড়ে দাঁড়াবে ১০ শতাংশে। এই পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালের মার্চ মাসের শেষে ইন্ডিয়ার লাভের পরিমাণ ছিল ২৩.৮৪ লক্ষ কোটি। তাই এহেন পরিস্থিতিতে যদি দেশের নাম বদল করা হয় তাহলে দেশের মার্কেটিং খরচ হবে ১৪ হাজার কোটির কাছাকাছি।

Related Articles