দেশ

মায়ানমারের ২৬ জন শরণার্থীকে ফেরত পাঠাল ভারত

India sent back 26 Myanmar refugees

Truth Of Bengal : জুন্টা সেনা ও বিদ্রোহী জোটের বাহিনীর সংঘর্ষ শুরু হয়েছিল মায়ানমারের চিন প্রদেশে। সেই সংঘর্ষের পর সীমান্ত পার করে মণিপুরে ওঁরা আশ্রয় গ্রহণ করতে বাধ্য হয়েছিলেন প্রাণ বাঁচাতে। মঙ্গলবার এরকম ২৬ জনকে ভারত মোরে সীমান্ত দিয়ে ফেরত পাঠিয়েছে মায়ানমারে।

সূত্র মারফৎ জানা যায়, তাঁদের মধ্যে রয়েছেন দুজন রোহিঙ্গা। ইতিমধ্যেই ভারত-মায়ানমার সীমান্তে শরণার্থী হস্তান্তর করার একটি ছবিও প্রকাশ্যে এসেছে। ডিসেম্বরে আরাকান আর্মির নেতৃত্বে বিদ্রোহী জোট দখল করেছিল বাংলাদেশ সীমান্তবর্তী রোহিঙ্গা অধ্যুষিত রাখাইন প্রদেশ। সেই ঘটনার এক সপ্তাহ কাটতে না কাটতেই বিদ্রোহীদের দখলে চলে যায় মণিপুর সীমান্তবর্তী চিনের একটা বড় অংশ।

দাবি করা হচ্ছে, ‘চিন ব্রাদারহুড’-এর শরিক ‘ইয়াও ডিফেন্স ফোর্স’, সাগাইন অঞ্চলে সক্রিয় ‘ইয়াও আর্মি’ এবং ‘মনিওয়া পিপলস ডিফেন্স ফোর্স’ চিন প্রদেশ দখলের লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তবে এখনও পর্যন্ত জুন্টা সেনার দখলে রয়েছে মণিপুর সীমান্তবর্তী জুন্টা সেনার কিছুটা অংশ।  সেই পথ ধরেই ফলেরত পাঠনো হয় শরনার্থীদের।