দেশ

মহারাষ্ট্রে কিশোরীকে ধর্ষণ করে মাথা থেঁতলে খুন! গ্রেফতার অভিযুক্ত

In Maharashtra, a girl was raped and killed by beating her head! Arrested accused

Truth Of Bengal : আরজি কর কাণ্ডের আবহে ফের নাবালিকা ধর্ষণ। ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের পর পাথর দিয়ে থেঁতলে খুন করার অভিযোগ। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের জলগাঁও- তে। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনায় ব্যাপক চাঞ্চল ও ছড়িয়েছে এলাকায়।

পুলিশ সূত্রে খবর, মহারাষ্ট্রের জলগাঁওয়ের চোপড়াতে এক বাসিন্দা বসবাস করত। ঘটনার দিন কিশোরী বাড়িতে একা ছিল। বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে কিশোরীর বাড়ি থেকে তাকে তুলে নিয়ে যায় অভিযুক্ত। অভিযোগ, এরপরই তাকে শারীরিক এবং মানসিক নির্যাতন করে ধর্ষণ করা হয়। ধর্ষণের পর কিশোরীকে পাথর দিয়ে থেঁতলে খুন করা হয়। এই ঘটনার প্রতিবাদে পথে নামেন জলগাঁওয়ের বাসিন্দারা। দোষীর শাস্তির দাবিতে সরব হয় মহিলা মহল। ঘটনায় চোপড়ার পুলিশ আধিকারিক মধুকর সালভে জানান, ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত ধর্ষণের পর পাথর দিয়ে নাবালিকার মুখ থেঁতলে তাকে খুন করে। তদন্ত শুরু করেছে পুলিশ।

প্রসঙ্গত, গত মাসে মহারাষ্ট্রের বদলাপুরে স্কুলে যৌন নির্যাতনের শিকার হয়েছিল দুই শিশু। সেই ঘটনা নিয়েও দফায় দফায় প্রতিবাদে পথে নেমেছিলেন সাধারণ মানুষ। পুলিশ এবং স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে বনধ ডাকা হয় হয়েছিল ঠানে জেলায়।

Related Articles