দেশের সেরা গবেষণা প্রতিষ্ঠানের তালিকায় পঞ্চমে আইআইটি খড়গপুর
IIT Kharagpur is fifth in the list of the best research institutes in the country

The Truth Of Bengal, Mou Basu : দেশের সেরা গবেষণা প্রতিষ্ঠানের তালিকা সম্প্রতি প্রকাশ করেছে ন্যাশনাল ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক (এনআইআরএফ)। সেই তালিকা অনুযায়ী দেশের সেরা গবেষণা প্রতিষ্ঠানের তালিকায় পঞ্চম স্থানে আছে আইআইটি খড়গপুর। শীর্ষে আছে বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স। দ্বিতীয় স্থানে আছে আইআইটি মাদ্রাজ। সেরা গবেষণা প্রতিষ্ঠানের তালিকায় তৃতীয় স্থানে আছে আইআইটি দিল্লি।
চতুর্থ স্থানে আছে আইআইটি বোম্বে। ষষ্ঠ স্থানে আছে আইআইটি কানপুর। সপ্তম স্থানে আছে আইআইটি রুরকি। অষ্টম স্থানে আছে দিল্লি এইমস। গুয়াহাটি আইআইটি রয়েছে নবম স্থানে। সেরা গবেষণা প্রতিষ্ঠানের তালিকায় দশম স্থানে আছে মুম্বইয়ের টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ।
যে সব প্যারামিটারের ওপর ভিত্তি করে এনআইআরএফ সেরা গবেষণা প্রতিষ্ঠানের তালিকা প্রস্তুত করেছে সেগুলি হল-কোয়ান্টেটিভ রিসার্চ, কোয়ালেটেটিভ রিসার্চ, স্টুডেন্টস অ্যান্ড ফ্যাকাল্টি কনট্রিবিউশন, আউটরিচ অ্যান্ড ইনক্লুসিভিটি আর পারসেপশন। রিসার্চ ইনসাইটস ডেটাবেস SciVal এর তথ্য অনুযায়ী, ২০১৭-২০২২ সালের মধ্যে ভারতে গবেষণার পরিমাণ বেড়েছে ৫৪%। গোটা বিশ্বে গবেষণার নিরিখে চতুর্থ স্থানে আছে ভারত|
FREE ACCESS