দেশ
Trending

বছরে ৪লক্ষ টাকা আয়ের মহিলাকে বিয়ে করতে চান, তাহলে আপনাকে অন্ততঃ কোটিপতি হতে হবে!

If you want to marry a woman who earns 4 lakh rupees a year, then you must at least be a millionaire!

The Truth Of Bengal :  নেটদুনিয়ায় ছড়িয়ে রয়েছে বিবাহযোগ্যা মহিলার কথা। যা এখন নেট দুনিয়ায় বেশ ভাইরাল। বছর ৩৭-এর মহিলা খুঁজছেন বর। মুম্বইয়ের সেই মহিলার আয় কত জানেন। শুনলে আপনিও আগ্রহী হতে পারেন। কিন্তু সুন্দরী মহিলাকে ঘরের বউ করতে গেলে আপনাকে আয় করতে হবে অন্ততঃ কোটি টাকা। আর কী কী ক্রাইটেরিয়া রয়েছে শুনবেন ? আপনাকে অবশ্যই মুম্বইয়ের বাসিন্দা হতে হবে।

এছাড়াও ঠিক কী রকম বর  চান তাঁর উদাহরণও দিয়ে রেখেছেন তিনি। প্রথম পছন্দের তালিকায় রয়েছে সার্জেন বা চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট। আর এই স্বয়ংবর সভায় হাজির হওয়ার অনুষ্ঠান নিয়ে আগ্রহের সীমা পরিসীমা নেই। তাই বর খোঁজার এই বিজ্ঞাপনের কত ভিউ জানেন ? প্রায় ৮০ হাজারের ওপর মানুষ এই স্বপ্নসন্ধানীর সঙ্গী হওয়ার কথা জানতে চেয়েছেন।

 

 

একটি তথ্যে জানা গেছে, প্রায় ১.৭ লক্ষ মানুষের ভারতে এক কোটির বেশি আয় রয়েছে। তাই যাঁদের ৩৭-র মধ্যে বয়স তাঁদের এই স্বপ্ন ছোঁয়ার সুযোগ রয়েছে। ৩৭ বছরের মধ্যে যাঁদের বয়স তাঁদের মধ্যে মাত্র ০.০১ শতাংশ এই সঙ্গী বাছাইয়ের পর্বে অংশ নিতে পারেন। বিবাহ বন্ধনীর বাজারে এই বিজ্ঞাপন কার্যতঃ হট টপিক হয়ে ওঠেছে

Related Articles