Hush Vacation Trend : হাশ ভ্যাকেশন ট্রেন্ড কি? ওয়ার্ক ফ্রম হোমে মিলছে এই সুবিধা
Hush Vacation Trend: What is Hush Vacation Trend? This benefit is available in work from home

The Truth Of Bengal :কাছের থেকে ছুটির জন্য কম বেশি অভিযোগ শোনা যায়। আপনি আপনার পাশের মানুষটিকেও বলতে শুনবেন যে তাদের বাবু তাদের ছুটি দেয় না। কিন্তু আজকাল কর্মীরা ওয়ার্ক ফ্রম হোম করতে পারবেন হাশ ভ্যাকেশন ট্রেন্ডে।
এই হাশ ভ্যাকেশন কি? কিভাবে আপনি সমর্থন করতে পারবেন?
কোভিড সংক্রামনের পরে বিশ্বের বিভিন্ন কোম্পানি কর্মচারীদের পছন্দের ওয়ার্ক ফ্রম হোম এর সুযোগ দেয়। এর মাধ্যমে কর্মচারীরা ঘর থেকে সহজেই কাজ করতে পারেন। ওয়ার্ক ফ্রম হোমের মাধ্যমে নানা সুবিধা পাওয়া যায়। করে যেমন প্রতিদিন অফিসের যাওয়ার খরচ বাঁচানো সম্ভব হয়। যদিও অনেক কর্মীরা বিভিন্ন টুরিস্ট প্লেস থেকে তাদের কাজ করছেন।
হাশ ভ্যাকেশন কি?
যে সকল কর্মীরা আলাদা আলাদা টুরিস্ট প্লেস থেকে অফিসের কাজ করছেন। সেটা কি হাশ ভ্যাকেশন ট্রেন্ড নাম দেওয়া হয়েছে।
হাশ ভ্যাকেশন কোন এক্সপার্ট দ্বারা এই পদ্ধতি সম্পূর্ণরূপে ব্যাখ্যা করা সম্ভব নয়। কর্মীরা অফিস টাইমে সম্পূর্ণ কাজ করেন আবার সেই জায়গাটি উপভোগও করেন। কিন্তু যদি কোন কর্মীরা হাশ ভ্যাকেশনে কাজ করে তবে কাজটি সম্পূর্ণ হয় না। যেটি প্রয়োজন তা পাওয়া যায় না। এই ট্রেন্ড চলতে থাকলে কোম্পানি ক্ষতির সম্মুখীন হতে পারে বলেই মনে করা হচ্ছে।