মোদি জমানায় গ্রামাঞ্চলের গৃহস্থালি খরচ বেড়েছে ৬ গুণ
Household consumption in rural areas increased 6 times during Modi era

The Truth Of bengal : প্রকাশিত হল গ্রাম ও শহরের মাসিক গৃহস্থালির খরচ সংক্রান্ত তথ্য। মোদি সরকারের আমলে ১১ বছরে প্রথমবার প্রকাশিত সেই তথ্য। প্রসঙ্গত, প্রতি পাঁচ বছর অন্তর এই তথ্য প্রকাশিত হওয়ার কথা। কিন্তু ২০১৭-১৮ সালে কোনও রিপোর্ট প্রকাশ করেনি কেন্দ্র। তথ্যের গুণগত মানে ঘাটতি থাকাতেই সেই সিদ্ধান্ত নেওয়া হয়। গত ১৮ বছরের হিসেব বলছে, গ্রামের মাসিক গৃহস্থালি খরচ বেড়েছে ৬ গুণ।
যা শহরের খরচ (Monthly Household Consumption Expenditure) বৃদ্ধির তুলনায় অনেকটাই বেশি। প্রসঙ্গত, ২০২২ সালের আগস্ট থেকে ২০২৩ সালের জুলাই পর্যন্ত সময়কালে মাসিক গৃহস্থলি খরচ সমীক্ষা চালানো হয়। প্রসঙ্গত, জিডিপি, মূল্যবৃদ্ধি, দারিদ্রসীমার মতো অর্থনৈতিক সূচক নির্ধারণে এই ধরনের তথ্য অত্যন্ত জরুরি। প্রকাশিত তথ্য থেকে জানা যাচ্ছে, দেশের মধ্যে মাসিক গৃহস্থালি খরচ সবচেয়ে বেশি সিকিমে। গ্রামে ৭ হাজার ৭৩১ টাকা ও শহরে ১২ হাজার ১০৫ টাকা। সবচেয়ে কম ছত্তিশগড়ে। গ্রামে ২ হাজার ৪৬৬ ও শহরে ৪ হাজার ৪৮৩ টাকা। এদিকে দেখা গিয়েছে, খাদ্যজনিত খরচ গ্রামে ১ হাজার ৭৫০ টাকা ও শহরে ২ হাজার ৫৩০ টাকা। অন্যন্যা ক্ষেত্রের খরচের হিসেব গ্রামে ২ হাজার ০২৩ টাকা ও শহরে ৩ হাজার ৯২৯ টাকা।
দুদশকের হিসেবে শহরের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে গ্রামের খরচের পরিমাণও। এমনটাই জানাচ্ছে প্রকাশিত হওয়া তথ্য। তথ্য অনুসারে ২০২২-২৩ অর্থবর্ষের নিরিখে যেখানে দেশের শহরে গৃহস্থালির মাসিক খরচের পরিমাণ ৬ হাজার ৪৫৯ টাকা, সেখানে গ্রামে মান্থলি হাউসহোল্ড কনজাম্পশন এক্সপেন্ডিচার তথা এমপিসিই ৩ হাজার ৭৭৩ টাকা। গত দুই দশকের হিসেব বলছে, বর্তমান সময়কালে বড়সড় পরিবর্তন হয়েছে গ্রাম ও শহরের মধ্যে মাসিক গার্হস্থ্য খরচের হিসেব। ২০০৪-০৫ সালের হিসেবে যেখানে এদের মধ্যে তফাত ছিল ৯০.৮ শতাংশের, সেখানে ২০০৯-১০ সালে তা সামান্য কমে হয় ৮৮.২ শতাংশ। ২০১১-১২ সালে সেটাই ছিল ৮৩.৯ শতাংশ। সেটাই এই দশ বছরে অনেকটা কমে এখন ৭১.২ শতাংশ।
FREE ACCESS