দেশ

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে ঐতিহাসিক সফর, জেলেনস্কির কাঁধে হাত রেখে স্মৃতিসৌধে মোদি

Historic visit to war-torn Ukraine, Modi at memorial with hand on Zelensky's shoulder

Truth Of Bengal: বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইউক্রেন সফরে রয়েছেন। শুক্রবার কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করেন তিনি। যুদ্ধবিধ্বস্ত দেশটিতে ঐতিহাসিক সফরের অংশ ছিল এই বৈঠক। প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট জেলেনস্কিকে জড়িয়ে ধরে তার কাঁধে হাত রাখেন। রাশিয়ার হামলায় নিহত ইউক্রেনের শিশুদের স্মৃতিসৌধে নিহত শিশুদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার সময় আবেগাপ্লুত হয়ে পড়েন জেলেনস্কি। এরপরেই এই দুই রাষ্ট্রনেতার মধ্যে উচ্চপর্যায়ের বৈঠক শুরু হয়।

২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর ভারত থেকে এটি প্রথম কোন উচ্চ পর্যায়ের সফর ছিল। এর এক মাস আগে রাশিয়া শহরে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে দেখা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদি ও পুতিনের সেই বৈঠকের সমালোচনা করেছিলেন জেলেনস্কি। প্রধানমন্ত্রী পোল্যান্ড থেকে দশ ঘন্টার রেল যাত্রা করে ইউক্রেনের রাজধানী কিয়েভ পৌঁছান।

যুদ্ধ পরিস্থিতিতে ইউক্রেনে নিরাপত্তা জনিত কারণেই আকাশ পথের পরিবর্তে রেলপথে যাত্রা করেন মোদি। পোল্যান্ডের মতো কিয়েভেও প্রধানমন্ত্রীকে স্বাগত জানাই প্রবাসী ভারতীয়রা। তার নামে জয়ধনীয় দেন তারা। পৌঁছানোর আধ ঘন্টার মধ্যে প্রধানমন্ত্রী পৌঁছে যান গান্ধী মূর্তিতে শ্রদ্ধা অর্পণ করতে। সেখানে বসবাসরত ভারতীয়দের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, “ভারতের অবস্থান পরিষ্কার, এটি যুদ্ধের সময় নয়। আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে মানবতার এই সংকট কাটাতে হবে”।

রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কির সাথে দেখা করার পর প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলে লিখেছেন, ” আমি ও প্রেসিডেন্ট জেলেনস্কি কিয়েভে যুদ্ধে নিহত শিশুদের স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছি। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শিশুদের জন্য বিশেষভাবে বিধ্বংসী। এই যুদ্ধে প্রাণ হারানো প্রত্যেক শিশুর পরিবারের প্রতি আমার সমবেদনা। প্রার্থনা করি তারা যেন এই ক্ষতি পান।”

Related Articles