দেশ
Trending

আইসিইউতে ফুসফুসের সংক্রমণ নিয়ে ভর্তি হওয়া রোগীকে ধর্ষণ স্বাস্থ্যকর্মীর, মারাত্মক অভিযোগ বিজেপি শাসিত রাজ্যে

Health worker rapes patient admitted to ICU with lung infection

The Truth Of Bengal : ফুসফুসে সংক্রমণ নিয়ে ভর্তি হওয়া রোগীকে অজ্ঞান করে ধর্ষণ। মারাত্মক অভিযোগ হাসপাতাল কর্মীর বিরুদ্ধে। বিজেপির শাসিত রাজ্য রাজস্থান এ ভজন লাল  সরকারের স্বাস্থ্য ব্যবস্থার নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন? আলওয়ার জেলার বেসরকারি হাসপাতালে ফুসফুসে সংক্রমণ নিয়ে ২৪ বছর বয়সী এক মহিলা হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরে অবস্থার অবনতি হলে তাকে আইসিইউ তে স্থানান্তরিত করানো হয়।

সেখানেই গত মঙ্গলবার ভোর চারটে নাগাদ ধর্ষণ এর ঘটনা ঘটে। অভিযুক্তের নাম চিরাগ যাদব। ওই বেসরকারি হাসপাতালে পুরুষ  নার্স হিসেবে কর্মরত  চিরাগ। ওই মহিলার অভিযোগ, ঘটনার আগে  অভিযুক্ত ওই স্বাস্থ্যকর্মী ইনজেকশন দিয়ে তাকে অজ্ঞান করে দিয়েছিল। মহিলার অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে এফআইআর দায়ের করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত স্বাস্থ্যকর্মীকে।

পুলিশ সূত্রে খবর, আই সি ইউর সিসিটিভি ফুটেজ এ দেখা গেছে ওই পুরুষ নার্সকে মহিলার বেডের কাছে এগিয়ে যেতে। পুরো বিষয়টি খতিয়ে দেখে বিস্তারিত তদন্ত চলছে বলেই পুলিশের তরফে জানানো হয়েছে। স্বাভাবিকভাবে বেসরকারি ওই হাসপাতালের রোগী নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠছে প্রশ্ন।

 

FREE ACCESS

Related Articles