আরজি কর আবহে ফের মুম্বাইয়ে মহিলা চিকিৎসককে হেনস্থা, অভিযোগ রোগী ও তাঁর সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে
Harassment of female doctor in Mumbai again in RG Kar Abhae

Truth Of Bengal : কলকাতার আরজি কর হাসপাতালের নৃশংসভাবে ধর্ষণ করে খুনের মামলায় উত্তাল গোটা দেশ । এই ঘৃণ্য ঘটনার রেশ কাটতে না কাটতেই মুম্বাইয়ে আরও এক চিকিৎসককে হেনস্থা ঘটনা সামনে এলো। ফের মহিলা চিকিৎসকদের কর্মক্ষেত্রে সুরক্ষা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গেল। অভিযোগ রবিবার ভোররাতে মুম্বাইয়ে সিওন হাসপতালে নাইট ডিউটি কর্মরত মহিলা চিকিৎসকের অপর মদ্যপ অবস্থায় চড়াও হন রোগী ও তার সাঙ্গপাঙ্গ। জানা গিয়েছে ভোর রাতে ওই রোগী হাসপতালে জখম অবস্থায় ভর্তি হন।
রোগীর সঙ্গে আরো চার পাঁচজন আসে। তাঁরা সকলেই মদ্যপ অবস্থায় ছিলেন। ওই মহিলা চিকিৎসক যখন রোগীকে প্রাথমিক চিকিৎসা করতে যান। তখন সকলে মিলে ওই মহিলা চিকিৎসকের উপর চড়াও হন। তাঁরা গালিগালাজ করেন এমনকি মহিলা চিকিৎসকের পোশাক ধরেও টানাটানি করে । ঘটনাতে আহত হন ওই মহিলা চিকিৎসক বলে অভিযোগ । হাসপাতাল থেকে পালিয়ে যান রোগী ও তার সাঙ্গপাঙ্গরা। ইতিমধ্যে ওই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন মুম্বইয়ের রেসিডেন্স চিকিৎসকদের সংগঠন। তাঁরা স্পষ্ট জানিয়েছেন এই ঘটনা স্পট বুঝিয়ে দিল মহিলারা কর্মক্ষেত্রে কতটা সুরক্ষিত। চিকিৎসকদের নিরাপত্তায় কোন আপস নয়।
উল্লেখ্য আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসকে নৃশংসভাবে ধর্ষণ ও খুনের ঘটনায় গোটা দেশ তোলপাড় হয়েছে। এই ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমেছেন আমজনতা থেকে চিকিৎসক মহল। গোটা দেশের বিভিন্ন হাসপতালে কর্মবিরতির ডাক দিয়েছেন চিকিৎসকরা। হাসপাতালে জরুরি বিভাগ বাদে বন্ধ বাকি সব বিভাগ । এই রকম পরিস্থিতিতে এই ঘটনা ক্ষোভের আঁচ আরও বাড়বে