
The truth of Bengal: এবার থেকে শুধুমাত্র প্রথম শ্রেণির ট্রেন নয়। সিসিটিভিতে মুড়ে ফেলা হবে লোকাল ট্রেনও। লোকাল ট্রেনে সিসিটিভি লাগানোর সেই লক্ষ্যে প্রায় ২ হাজার ২০০ কোটি টাকা খরচ করা হবে বলে জানাগিয়েছে। মোট ৫৪ হাজার কোচ ও ৫ হাজার লোকোমোটিভে সিসি ক্যামেরা বসানোয় উদ্যোগ নেওয়া হয়েছে রেলের তরফ থেকে। যাত্রীদের নিরাপত্তা, দুর্ঘটনা ও অন্য বিপত্তির পরে যথাযথ তথ্য পেতে সিসি ক্যামেরার ব্যাবহার অপরিহার্য। দীর্ঘ দিন ধরে নানা প্রকল্পের আওতায় ট্রেনের কামরায় সেই ক্যামেরা বসানোর চেষ্টা চললেও বেশির ভাগ ট্রেনই ওই উদ্যোগের বাইরে থেকে গিয়েছিল। নির্ভয়া প্রকল্পের আওতায় শহরতলির লোকাল ট্রেনের কামরায় সিসি ক্যামেরা বসানোর দায়িত্ব পেয়েছিল রেলটেল।
কিন্তু, ওই কাজে তারা গতি আনতে পারেনি। গত কয়েক বছরে একাধিক রেল দুর্ঘটনা ঘটে। সে দুর্ঘটনার কারণ খুজতে গিয়ে চালকের কামরায় সিসি ক্যামেরার মাধ্যমে ছবির পাশাপাশি অডিয়ো রেকর্ড করাও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এ বার ৫৪ হাজার কোচ ও ৫ হাজার লোকোমোটিভে সিসি ক্যামেরা ছাড়াও আরও ২০ হাজার কোচে ওই ক্যামেরা বসানোর বিষয়টি ব্যয় সংক্রান্ত অনুমতির অপেক্ষায় রয়েছে। সব মিলিয়ে ৭৫ হাজারের কাছাকাছি কোচে সিসি ক্যামেরা বসানোর লক্ষ্যমাত্রা রয়েছে রেলের।
ট্রেনের কামরা়র প্রবেশ পথ ছাড়াও আসনের মাঝে যাতায়াতের পথকেও সিসি ক্যামেরার আওতায় আনার কথা ভাবা হয়েছে। রেলের তথ্যপ্রযুক্তি সংস্থা ‘সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেম’ ওই কাজ করবে। আগামী ফেব্রুয়ারির মধ্যে ওই কাজ সেরে ফেলার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। তবে, এর আগেও একাধিক বার ওই কাজ নির্ধারিত সময়ে শেষ করা যায়নি। ফলে এ বারও কত তাড়াতাড়ি তা করা সম্ভব হবে, সেই নিয়ে উঠেছে প্রশ্নও। ৫ হাজার ইঞ্জিন তথা লোকোমোটিভে ‘ককপিট ক্র্যু ভয়েস অ্যান্ড ভিডিয়ো রেকর্ডার’ বসানো হবে। ওই ব্যবস্থায় ছবি-সহ কথোপকথন রেকর্ড করে রাখা যাবে। ট্রেন চালানোর সময় চালকেরা কোনও ভুল-ত্রুটি করছেন কি না, তা ধরা থাকবে ওই ব্যবস্থায়।