দেশ

৬বছরের দলিত কন্যাকে নির্যাতনকাণ্ডে তোলপাড়, কাঠগড়ায় উত্তরপ্রদেশের সরকারি আধিকারিক

Government official arrested for raping 6-year-old child and goat in Uttar Pradesh

Truth Of Bengal: উত্তরপ্রদেশে যোগী সরকারের আমলে বেড়েছে খুন-ধর্ষণ। হাথরাসের নৃশংসতম নির্যাতন কাণ্ডের স্মৃতি  উস্কে দিল  উত্তরপ্রদেশের ৬বছরের দলিত কন্যাকে নির্যাতনের ঘটনা।এক ৫৭বছরের প্রবীণ সরকারি আধিকারিক এক ৬বছরের মেয়েকে নির্যাতন করায় দেশজুড়ে শোরগোল পড়ে গেছে।

বুলন্দশহরের দলিত কন্যার পরিবার জানিয়েছে,প্রায়শই গ্রামে অভিযুক্ত আধিকারিকের আনাগোনা ছিল। এমনকি ঘরেও আধিকারিকের অবাধ যাতায়াত ছিল বলে জানা যাচ্ছে।তাই সরকারি আধিকারিকের এই নির্যাতনের ঘটনায় অস্বস্তি বেড়েছে যোগী সরকারের। বিজেপি সরকারের আমলে নারী নির্যাতনের ঘটনা উদ্বেগজনভাবে বাড়ায় বিরোধীরা এই ঘটনাকে ইস্যু করে চাপ বাড়াচ্ছে।

বিরোধীদের সোচ্চার দাবির কাছে উত্তরপ্রদেশ সরকার বেশ বেকায়দায়। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই ধরণের জঘন্য ঘটনায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথা জানিয়েছেন । চাপের মুখে রাজ্য সরকার  সাসপেন্ড  করেছে অভিযুক্ত আধিকারিককে । যোগী সরকার নির্যাতিতার পরিবারকে ৮.২৫লক্ষ টাকা সাহায্যদানের কথা ঘোষণা করেছে।বারবার এই ধরণের ঘটনা বেড়ে চলায় উত্তরপ্রদেশের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠছে।

ন্যাশানাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর তথ্য অনুসারে,উত্তরপ্রদেশে নির্যাতনকাণ্ড উদ্বেগজনকভাবে বেড়েছে। ৩বছর আগে ন্যাশানাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর তথ্যে স্পষ্ট, দেশ জুড়ে ২০২১ সালে নারী নির্যাতনের মামলা দায়ের হয়েছে চার লক্ষ ২৮ হাজার ২৭৮টি।তথ্যে আরও  উঠে আসে ২০২০ সালের তুলনায় প্রায় ১৫.৩ শতাংশ বেশি নারী নির্যাতনের ঘটনা বেড়ে যায়।

স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে থাকা ন্যাশানাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর তথ্যে বিজেপি শাসিত রাজ্যের ব্যর্থতাও আইনশৃঙ্খলার অবনতির দিকে আঙুল তোলা হয়। তারপর ৩বছর কেটে গেছে।কিন্তু নারীদের নিরাপত্তায় উল্লেখযোগ্য কোনও ব্যবস্থাই গেরুয়া শাসিত রাজ্য নেয়নি বলে অভিযোগ বিরোধী শিবিরের।

এই অবস্থায় দেশের বৃহত্তম রাজ্যে নারীদের সম্মান রক্ষায় বারবার ব্যর্থতার পরেও কেন কেন্দ্র এবিষয়ে পদক্ষেপ করে না তা নিয়ে প্রশ্ন তুলছে বিজেপি বিরোধীরা।যেখানে অবিজেপি শাসিত রাজ্যে কোনও অপরাধ ঘটলেই কেন্দ্রীয় টিম আসে বারবার,বাংলায় কিছু হলেই কেন্দ্রীয় টিমের গতিবিধি বাড়ে,সেখানে কেন উত্তরপ্রদেশ নিয়ে কেন্দ্রীয় সরকার নীরব রয়েছে,তা নিয়েও সোচ্চার অনেকে।

মহিলা কমিশন কেন যাচ্ছে না ? রেকর্ড নির্যাতনের ঘটনা সামনে আসায় কেন্দ্রের বিজেপি সরকার সংবেদনশীল ভূমিকা নিক,চাইছে বিজেপি বিরোধী শিবির। তাই এই অবস্থায় দিল্লি রাজধর্ম পালনে সার্থক কিছু করে কিনা সেদিকেই তাকিয়ে সবমহল। কেন যোগী আদিত্যনাথের পদত্যাগ দাবি করা হচ্ছে না, তাই নিয়েও বিরোধী সমাজবাদী পার্টি সহ অন্যান্য দল সরব হয়েছে।

 

 

 

 

Related Articles