দেশ

নতুন উদ্যোক্তাদের জন্য সুখবর, শুরু হলো ‘স্টার্টআপ ইন্ডিয়া ডেস্ক’

Good news for new entrepreneurs, 'Startup India Desk' launched

Truth of Bengal: নতুন উদ্যোক্তাদের জন্য এক দারুণ পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। শনিবার কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল ঘোষণা করেছেন, স্টার্টআপ ইন্ডিয়া ডেস্ক নামে একটি নতুন উদ্যোগ চালু করা হয়েছে। এটি একটি সহায়তা ডেস্ক হিসেবে কাজ করবে, যেখানে স্টার্টআপরা টোল-ফ্রি নম্বরে ফোন করে তাদের সমস্যা ও প্রশ্নের সমাধান পাবে। এই সহায়তা সার্ভিসটি দেশের বিভিন্ন ভাষায় পাওয়া যাবে, যাতে সবাই সহজেই উপকৃত হতে পারেন।

এছাড়াও, গোয়েল জানিয়েছেন যে স্টার্টআপদের সহযোগিতা করার জন্য সরকার ১০,০০০ কোটি টাকার একটি নতুন ফান্ড অফ ফান্ডস (FFS) অনুমোদন দিয়েছে। এই অর্থের প্রথম ধাপে ২,০০০ কোটি টাকা SIDBI-কে (সিডবি) দেওয়া হবে।

এই তহবিল মূলত সেই স্টার্টআপদের জন্য যারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স, কোয়ান্টাম কম্পিউটিং, মেশিন লার্নিং, প্রিসিশন ম্যানুফ্যাকচারিং, বায়োটেকনোলজি ও সেমিকন্ডাক্টর ডিজাইনের মতো আধুনিক প্রযুক্তির ক্ষেত্রে কাজ করছে। এসব ক্ষেত্রে কাজ করতে গিয়ে অনেক সময় বড় অঙ্কের বিনিয়োগের প্রয়োজন হয়, যেটা নতুনদের জন্য কঠিন। এই তহবিল সেই চ্যালেঞ্জ সহজ করবে।

মন্ত্রী আরও বলেন, স্টার্টআপ ইন্ডিয়া ডেস্ক শুধু অর্থ নয়, আইডিয়া, পরিকল্পনা ও সমস্যা সমাধানে গাইডেন্সও দেবে। তিনি সিডবিকে অনুরোধ করেন, যেন প্রত্যেক রাজ্যে অন্তত একটি করে হেল্প সেন্টার স্থাপন করা হয়, যেখানে নতুন উদ্যোক্তারা পরিকাঠামোগত সহায়তা ও দরকারি সুবিধা পেতে পারেন।