নির্বাচনে সময় পড়বে অতিরিক্ত গরম, ফলে বাড়বে অস্বস্তি, সতর্ক করলেন খোদ ভূ-বিজ্ঞান মন্ত্রী কিরণ রিজিজু
Geosciences Minister Kiran Rijiju warned that election time will be overheated

Truth of Bengal: ২০২৪ এর লোকসভা নির্বাচনের প্রচার শুরু হয়েছে জোরকদমে। ডান বাম সব রাজনৈতিক দলের নেতৃত্বে জয়ের লক্ষ্যে প্রচার করে চলেছেন। এরকম আবহে সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর।
আবহাওয়া দফতরের তরফে সোমবার জানিয়েছে যে চলতি বছরের ,এপ্রিল থেকে জুন পর্যন্ত দেশে প্রচণ্ড তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে এবং মধ্য ও পশ্চিম উপদ্বীপের অংশ এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে।একই সময়ে দেশে সাধারণ নির্বাচনও অনুষ্ঠিত হতে যাচ্ছে।
কেন্দ্রীয় ভু বিজ্ঞান মন্ত্রী কিরন রিজিজু এদিন এক সাংবাদিক সম্মেলনে বলেছেন, ‘এটা আমাদের সবার জন্য খুবই চ্যালেঞ্জিং হতে চলেছে। যেহেতু আমরা বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ এবং কঠিন আবহাওয়ার মুখোমুখি হতে হই, তাই দেশের ভালোর জন্যে আগাম প্রস্তুতি নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে”।
Attended a crucial Press Conference today on the Updated Seasonal Outlook for the hot weather season (April-June) 2024, including the monthly outlook for April 2024 along with DG @Indiametdept Dr. Mrutyunjay Mohapatra & @ndmaindia official Shri Kamal Kishore.
Engaging… pic.twitter.com/nKXNznNRep
— Kiren Rijiju (मोदी का परिवार) (@KirenRijiju) April 1, 2024
গরমে সাধারণ মানুষের বিপদ বাড়তে পারে
আবহাওয়া দফতরের অধিকর্তা মৃত্যুঞ্জয় মহাপাত্র বলেছেন যে “সাধারণ নির্বাচনের সময় সাধারণ মানুষ যে ভাবে বাড়ির বাইরে একাধিক কর্মসূচি তে অংশগ্রহণ করেন তাই বাড়তি সতর্ক না হলে তাপের ঝুঁকি বাড়াতে পারে। বাইরে থাকার কারণে ভোটার এবং নির্বাচনী কর্মীদের প্রচণ্ড গরমে স্বাস্থ্য সমস্যা হওয়ার ঝুঁকিও বেড়ে যেতে পারে”।
এদিন তিনি আরো বলেন,” এপ্রিল থেকে জুনের সময়কালে, দেশের বেশিরভাগ অংশে সর্বাধিক তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি হবে বলে আশা করা হচ্ছে এবং এটি মধ্য ও পশ্চিম উপদ্বীপের ভারতে সম্ভবত। একই সময়ে, পশ্চিম হিমালয় অঞ্চল, উত্তর-পূর্ব রাজ্য এবং উত্তর ওড়িশার কিছু অংশে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিক এবং স্বাভাবিকের নিচে থাকবে বলে আশা করা হচ্ছে।
তবে রাতের থেকে দিন স্বাভাবিকের চেয়ে দীর্ঘ হবে বলে মনে করা হচ্ছে”। আবহাওয়া অধিদফতরের মহাপরিচালক মৃত্যুঞ্জয় মহাপাত্র এদিন বলেছেন, এপ্রিল-জুন মাসে সমতলভূমির বেশিরভাগ অংশে তাপপ্রবাহের দিন স্বাভাবিকের চেয়ে বেশি হতে পারে। দেশের বিভিন্ন স্থানে স্বাভাবিক চার থেকে আট দিনের তুলনায় তাপপ্রবাহ ১০ থেকে ২০ দিন স্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, গুজরাট, মধ্য মহারাষ্ট্র, উত্তর কর্ণাটক, রাজস্থান, মধ্যপ্রদেশ, ওড়িশা, উত্তর ছত্তিশগড় এবং অন্ধ্র প্রদেশে প্রচণ্ড গরমের সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে।
মহাপাত্র বলেছিলেন যে এল নিনোর পরিস্থিতি (মধ্য মহাসাগরে জলের পর্যায়ক্রমিক উষ্ণতা) দুর্বল হয়ে পড়ছে, তবে এটি এপ্রিল এবং মে মাসে অব্যাহত থাকবে। তবে ভালো খবর এই যে এপ্রিল মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা সবচেয়ে বেশি (দীর্ঘ সময়ের গড় ৩৯.২ মিলিমিটারের ৮৮ থেকে ১১২ শতাংশ)। গরম বাড়লেও কৃষি ক্ষেত্রে সেরকম কোন খারাপ প্রভাব পড়বে না বলে এদিন জানিয়েছে আবহাওয়া দফতরের।
আবহাওয়া অফিসের তরফে এদিন আরও জানানো হয়, সর্বোচ্চ তাপমাত্রা বৃদ্ধির ফলে গমের ফসলে কোনো প্রভাব পড়বে না। গম কাটার সময়, উত্তর ভারতের অনেক অংশে এবং পূর্ব ও পশ্চিম উপকূলে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে দুই-তিন ডিগ্রি সেলসিয়াস বেশি হতে পারে এবং দেশের বাকি অংশে স্বাভাবিকের কাছাকাছি থাকবে বলে আশা করা হচ্ছে। তবে নির্বাচন চলার সময় সব দলের প্রতিনিধি দের সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতরের আধিকারিকরা।
FREE ACCESS