দেশ

বায়োমেট্রিক না হলে গ্যাস বন্ধ! বিভ্রান্তির শিকার আমজনতা

Gas off if not biometric!

The Truth Of Bengal : বায়োমেট্রিক না হলে গ্যাস বন্ধ হয়ে যাবে। বিভ্রান্তিতে হয়রান গ্রাহকরা। প্রতিদিন সকালে গ্রাহকদের দীর্ঘ লাইন ডিস্ট্রিবিউটরদের অফিসের সামনে। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে বায়োমেট্রিক আধার যাচাই করাতে। তেল সংস্থার বক্তব্য, বায়োমেট্রিকের মূল উদ্দেশ্য ভর্তুকি সঠিক ব্যক্তি পাচ্ছেন কিনা তা নিশ্চিত করা। বিশেষ করে ভর্তুকিযুক্ত উজ্জ্বলা গ্যাসের সুবিধা পান এমন গ্রাহকদের জন্য। উজ্জ্বলা গ্যাসে ৩০০ টাকা করে ভর্তুকি পাচ্ছেন গ্রাহকরা।

তাদের জন্য বায়োমেট্রিক নিশ্চিত করতে চাইছে কেন্দ্রীয় সরকার। তেল সংস্থার বক্তব্য বাকিদের আতঙ্কের কারণ নেই। তবে অন্যরাও বায়োমেট্রিক করিয়ে নিতে পারেন। বিভ্রান্তি ছড়িয়েছে ডিস্ট্রিবিউটরদের বক্তব্য থেকে। তেল সংস্থার সঙ্গে ডিস্ট্রিবিউটরদের বক্তব্যে রয়েছে ফারাক। ডিস্ট্রিবিউটরদের বক্তব্য,নির্দেশিকায় ৩১ ডিসেম্বর পর্যন্ত চূড়ান্ত সময়সীমা দেওয়া হয়েছে। সেক্ষেত্রে শুধুমাত্র উজ্জ্বলা গ্যাস গ্রাহকদের জন্য নির্দিষ্টভাবে কিছু বলা নেই। কেন্দ্রীয় সরকারের এই ভূমিকার কড়া সমালোচনা করেছেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

বায়োমেট্রিক করোনা নিয়ে যখন চরমভাবে বিভ্রান্ত হয়ে পড়েছেন গ্রাহকরা তখন অন্য এক অভিযোগও উঠছে। গ্যাসের পাইপ ও ওভেন কিনতে বাধ্য করা হচ্ছে বলে অভিযোগ করেছেন গ্রাহকদের একাংশ। রাজ্যের সাগর থেকে পাহাড় সর্বত্রই একই ছবি। কেন্দ্রের বিরুদ্ধে রাজ্যের শাসক দল এই ইস্যুতে সুর চড়িয়েছে। তৃণমূলের অভিযোগ, এমনিতেই সাধারণ গ্রাহকদের নামমাত্র ভর্তুকি দেওয়া হয়। আর সেটাও এবার বন্ধ করতে চাইছে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার।

 

FREE ACCESS

 

Related Articles