গণেশ মূর্তি বিসর্জনী বিপত্তি, মৃত্যু ২ যুবকের
Ganesha idol abandonment incident, death of 2 youths

Truth Of Bengal : বীরপানয়ুনি থপল্লে মন্ডলের মোগামুরু স্রোতে গণেশ বিসর্জনের অনুষ্ঠানে ঘটে গেল একটি ভয়াবহ দুর্ঘটনা। ঠিক কি ঘটেছিল?
వినాయక నిమజ్జనంలో అపశృతి.. వినాయకుడి కింద పడి ఇద్దరు యువకులు మృతి.
కడప – వీరపునాయునిపల్లె మండలం మొగమూరు వాగులో వినాయక నిమజ్జనం సమయంలో వినాయకుడి కింద పడి వంశీ, రాజా అనే ఇద్దరు యువకులు మృతి చెందారు. pic.twitter.com/zwxEZ0Q3jX— ChotaNews (@ChotaNewsTelugu) September 10, 2024
সৌভাগ্য, সমৃদ্ধি আর বুদ্ধির দেবতা হলো গনেশ। গণেশকে সকলে সিদ্ধিদাতা হিসাবে চেনেন। কোন কাজের সফলতা পেতে গেলে গণেশ পূজা করা অবশ্যই জরুরি। সমস্ত শুভ কাজে পুজো করা হয়ে থাকে গনেশকে। ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে পালিত হয় গণেশ চতুর্থী। এই গণেশ চতুর্থী তে মেতে উঠেছিল গোটা দেশ। ঠিক সেই সময় ঘটে গেল একটি ভয়াবহ দুর্ঘটনা।
স্থানীয় সূত্রে জানা যায়, সিদ্ধিদাতার বিসর্জনের সময় গণেশ মূর্তির নিচে আটকা পড়ে প্রাণ হারান দুই যুবক। আটকা পড়া দুই যুবকের নাম বংশী এবং রাজা। গণেশ চতুর্থীর মত শুভ অনুষ্ঠানে এহেন মর্মান্তিক ঘটনায় স্বাভাবিকভাবেই প্রভাব ফেলেছে অনুষ্ঠানে। কিভাবে এই মর্মান্তিক ঘটনাটি ঘটল তা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ। এই মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়