আন্তর্জাতিকদেশ

বাইডেনের বদলে সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি ফরাসি প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁ

Emmanuel Macron

The Truth of Bengal: আসছেন না আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। ২০২৪ সালের সাধারণতন্ত্র দিবসের প্রধান অতিথি হবেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁ। সরকারি ভাবে ফ্রান্সের প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানানো হয়েছে। জানা গিয়েছে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার বিষয়ে স্মমতি জানিয়েছেন ফ্রাসি প্রেসিডেন্ট। চলতি বছরেই জুলাই মাসে বাস্তিল ডে প্যারেডের প্রধান অতিথি হিসাবে ভারতের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছিলেন ফরাসি প্রেসিডেন্ট। তারপর জি-২০ সম্মেলনে যোগ দিতে ভারতে এসেছিলেন ম্যাক্রোঁ। এবার আসছেন সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে যোগ দিতে।

প্রজাতন্ত্র দিবস উদযাপনে জো বাইডেনকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছিল ভারত সরকার। গত সেপ্টেম্বর মাসে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটি জানিয়েছিলেন, আগামী বছরের ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হওয়ার জন্য প্রেসিডেন্ট জো বাইডেনকে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরে জানা যায় আসছেন জো বাইডেন।

প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে যোগ দিতে বাইডেনের ভারত সফরের সময় মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, জাপান এবং অস্ট্রেলিয়ার এই চতুর্দেশীয় নিরাপত্তা সংগঠন অর্থাৎ ‘কোয়াড’-এর পরবর্তী শীর্ষ সম্মেলন আয়োজনের উদ্যোগ নেওয়া হবে বলে ঠিক ছিল। বাইডেন ভারত সফর বাতিল করায় সেই ‘কোয়াড’ শীর্ষ সম্মেলনও আপাতত হচ্ছে না। তবে নির্ধারিত সময়ে না হলেও বছরের শেষদিকে এই বৈঠক হবে বলে জানা গিয়েছে। এদিকে বাইডেনের পরিবর্তে দেশের সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে আসছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁ।

Related Articles