দেশ

উত্তর ভারতজুড়ে কুয়াশার দাপট, ব্যাহত বিমান পরিষেবা

Fog sweeps across North India, disrupting flight services

Truth Of Bengal: দিল্লি সহ গোটা উত্তরভারত জুড়ে পরপর দুদিন ধরে চলছে কুয়াশাচ্ছন পরিস্থিতি। বিমান চলাচলের ক্ষেত্রেও প্রভাব পড়ছে ব্যাপকভাবে। কুয়াশার জেরে কিছু বিমানবন্দরে দৃশ্যমান্যতা নেমে যায় শূণ্যের নীচে। ফলে দেরি হয় বিমান ওঠানামাতে। আবার পরিস্থিতি বেগতিক বুঝে পথ পরিবর্তন করা হয়েছে বেশ কিছু বিমানের।

শনিবারও দিল্লি বিমানবন্দরে ব্যাহত হয়েছে পরিষেবা। শনিবার সকালে প্রায় ৩৮ টি বিমান বাতিল করা হয়েছে কুয়াশার কারণে, খবর বিমানবন্দর সূত্রে। ১৭০টি বিমান ওঠানামার ক্ষেত্রে দেরি হয়েছে। ১৫টি বিমানের পথ পরিবর্থন করা হয়েছে। শুক্রবারও প্রায় ২০০টির কাছাকাছি বিমান ওঠানামাতে দেরি হয়েছে। ফলে যাত্রী ভোগান্তি চরমে পৌঁছয়।

এই পরিস্থিতি কেবলমাত্র দিল্লিতে নয়, শ্রীনগর, চণ্ডীগড়, আগরা, লখনউ সহ আরও একাধিক বিমানবন্দরেও দৃশ্যমান্যতা কমের কারণে বিঘ্নিত হয় বিমান পরিষেবা। সমগ্র উত্তর বারত জুড়ে আগামী আরও কিছুদিন এহেন কুয়াশার দাপট চলবে বলেই জানা যাচ্ছে। সেইসঙ্গে পাল্লা দিয়ে নামবে তাপমাত্রার পারদও। লাগার দুদিন কুয়াশার জেরে একদিকে যেমন বিমান পরিষেবা বিঘ্নিত হচ্ছে, সেই সঙ্গে বিঘ্নিত হচ্ছে ট্রেন পরিষেবাও।

Related Articles