
The Truth of Bengal: শুক্রবার প্রতিকূল আবহাওয়ায় বিশেষভাবে প্রভাবিত ত্রিপুরার বিমান পরিষেবা। আগরতলা মহারাজা বীর বিক্রম আন্তর্জাতিক বিমানবন্দরে বেশ কিছু বিমান শুক্রবার অবতরণ করতে পারেনি। দিল্লি থেকে আসা ইন্ডিগোর ফ্লাইট 6E5022 আগরতলা মহারাজা বীর বিক্রম আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে না পেরে কলকাতায় ফিরে যাচ্ছে।
গুয়াহাটি থেকে আসা 6E457 ইন্ডিগোর ফ্লাইট আগরতলা বিমানবন্দরে অবতরণ করতে না পেরে কলকাতায় ফেরত গেছে। 6E198 ইন্ডিগোর ফ্লাইট কলকাতা থেকে আগরতলা এসে বিমানবন্দরে অবতরণ করতে না পেরে আবার কলকাতায় ফেরত গেছে। গুয়াহাটি থেকে আসা আকাশা এয়ার বিমান AKJ1323 আগরতলার আকাশে বেশ কিছুক্ষণ সময় চক্কর কেটে আবার ফিরে যাচ্ছে।
সবগুলি বিমানই আগরতলার আকাশে দীর্ঘসময় চক্কর কেটেও দৃশ্যমানতার অভাবে ও ভারী বৃষ্টিপাতের কারনে নামতে পারেনি। এছাড়া আগরতলার আকাশে গুরুত্বপূর্ন আন্তর্জাতিক রুটের সব আন্তর্জাতিক বিমান এই মুহুর্তে রুট বদল করে অন্য রুটে চলাচল করছে।
Free Access