দেশ

নতুন বছরে প্রথম তুষারপাত জম্মু ও কাশ্মীরে, বরফের চাদরে মুড়ল বৈষ্ণোদেবী-কেদারনাথ

First snowfall of new year in Jammu and Kashmir,

The Truth Of Bengal: অবশেষে বরফের খরা কাটল। নতুন বছরে প্রথম তুষারপাত জম্মু ও কাশ্মীরে। তুষারপাত হল উত্তরাখণ্ড ও হিমাচলপ্রদেশে। ভারী তুষারপাতে ঢাকল বৈষ্ণোদেবী ও কেদারনাথ ধাম। উচ্ছ্বসিত পর্যটকরা। আগামী কয়েকদিনে আরও তাপমাত্রা নামার ইঙ্গিত আবহাওয়াবিদদের।

শীতের মরশুমেও উত্তরাখণ্ড থেকে শুরু করে জম্মু ও কাশ্মীরে দেখা মেলেনি তুষারপাতের। যার কারণে উদ্বেগ প্রকাশ করেছিলেন আবহাওয়াবিদরা। সঙ্গে পর্যটকদের মধ্যেও দেখা গিয়েছিল চূড়ান্ত হতাশা। সেই আক্ষেপ অবশেষে এবার কাটল। বিগত কয়েকদিনে পরিস্থিতির আমূল পরিবর্তন লক্ষ করা যায়। স্যোশাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে ভিডিওতে দেখা যাচ্ছে, বৈষ্ণোদেবী থেকে শুরু করে কেদারনাথ এখন ডাকা পড়েছে তুষারপাতে। মৌসমভবন সূত্রে খবর, বুধবার তুষারপাত হাল্কা হলেও বৃহস্পতিবার ব্যাপক তুষারপাত হয়েছে উপত্যাকায়। ভূস্বর্গের পাহাড়ি এলাকা তুষারে ঢাকা। কেদারনাথ দামের ছবিটাও ঠিক একই রকম। হিমাচলপ্রদেশে তুষারপাতের ফলে ব্যাপক ঠান্ডা পড়ার কারণে ঘর থেকে বাইরে বেরোতে পারছেন না মানুষজন।

স্থানীয় প্রশাসনের তরফ থেকে আরও বারী তুষারপাতের জন্য সতর্ক করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় ভূস্বর্গের রামববান ও অনন্তনাগে ভারী তুষারপাত হয়েছে। অন্যদিকে বৈষ্ণোদেবী দর্শনে গিয়ে পর্যটকরা মজেছেন তুষারপাতে। বরফের চাদরে রাস্তা ঢেকে যাওয়ার কারণে যান চলাচলও ব্যহত হয়ে পড়েছে। জম্মু-কাশ্মীরে তুষারপাতের কারণে কপ্টার পরিষেবাতেও বিঘ্ন ঘটে।  তবে আপাতত রোপওয়ে পরিষেবা চালু রয়েছে। ভারতীয় আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ৪  ফেব্রুয়ারী থেকে হিমালয়ের পাশ্ববর্তী রাজ্যগুলিতে তুষারপাতের সম্ভবনা রয়েছে। এর জেরে সমতলভূমিতে বৃষ্টির সম্ভবনার কথাও জানাচ্ছে আবহাওয়া দফতর।

Free Access

Related Articles