বিহারে প্রথম দফার ভোটগ্রহন শুরু, প্রথমবারের ভোটদাতাদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী
তবে কিছু কিছু কেন্দ্রে ভোট এক ঘণ্টা আগে, বিকেল ৫ টাতেই শেষ হতে পারে।
Truth Of Bengal: বিহারে ভোটের অগ্নিপরীক্ষা শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাতটা থেকে ১৮ জেলার ১২১টি আসনে ভোটগ্রহণ চলছে। সকাল থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলবে। তবে কিছু কিছু কেন্দ্রে ভোট এক ঘণ্টা আগে, বিকেল ৫ টাতেই শেষ হতে পারে। এই প্রথম দফায় একাধিক হেভিওয়েট প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। মহাজোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব, আরজেডির প্রভাবশালী নেতা অরুণ কুমার সাহা এবং লালুপ্রসাদের বড় ছেলে তেজপ্রতাপ যাদব এই দফায় ভোট দিচ্ছেন।
বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক মাধ্যমে বার্তা দিয়েছেন, ‘গণতন্ত্রের উৎসব’। পটনায় লালুপ্রসাদ যাদবের পরিবার সকালের দিকে ভোট দিতে দেখা গেছে। আরজেডি নেতা তেজস্বী যাদব স্ত্রী রাজশ্রী যাদবের সঙ্গে ভোট দিয়েছেন। ভোট শেষে তেজস্বী জানান, বিরোধী জোট মহাগঠবন্ধনের জয় নিয়ে তিনি আশাবাদী। আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদবও স্ত্রী রাবড়ী দেবীর সঙ্গে ভোট দিয়েছেন এবং বলেন, ‘বদল হবে’।
সির-এর পর এই প্রথম বিহারে ভোট হচ্ছে। নির্বাচন কমিশন জানিয়েছে, প্রথম দফার জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এবং নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। এই পর্যায়ে মোট ৪৫ হাজার বুথে ভোট গ্রহণ করা হচ্ছে। এ পর্যন্ত কোনও অশান্তির খবর নেই।
ভোটগ্রহণ চলছে পাটনা, দ্বারভাঙ্গা, মধেপুরা, সহরসা, মুজফ্ফরপুর, গোপালগঞ্জ, সিওয়ান, সারণ, বৈশালী, সমস্তিপুর, বেগুসরাই, লখীসরাই, মুঙ্গের, শেখপুরা, নালন্দা, বক্সার এবং ভোজপুর জেলায়। মধ্য বিহারের কিছু জেলায় আরজেডির প্রভাব বেশ দৃঢ়। প্রথম দফায় মোট ভোটারের সংখ্যা তিন কোটি ৭৫ লক্ষের বেশি।
প্রথম দফার উল্লেখযোগ্য প্রার্থীর মধ্যে রয়েছেন আরজেডি প্রধান লালুপ্রসাদের কনিষ্ঠপুত্র তেজস্বী যাদব (রাঘোপুর), লালুর জ্যেষ্ঠপুত্র তেজপ্রতাপ যাদব (মহুয়া), বিজেপির দুই উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধরী (তারাপুর) ও বিজয়কুমার সিনহা (লখীসরাই), ভোজপুরী গায়িকা মৈথিলী ঠাকুর (অলিনগর) এবং ভোজপুরী গায়ক-অভিনেতা খেসারীলাল যাদব (আরজেডি, ছপরা)।
প্রধানমন্ত্রী মোদি ভোটারদের উৎসাহিত করতে বলেন, “মনে রাখবেন, আগে ভোট দিন, পরে আহার-বিশ্রাম।” এছাড়াও প্রথমবারের ভোটদাতাদের অভিনন্দন জানিয়েছেন তিনি। এই বার্তা দিয়ে দেশের জনগণকে সকালের ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করা হচ্ছে।






