ডোডায় এনকাউন্টার, সেনা ক্যাপ্টেন-সহ শহিদ চার জওয়ান
Encounter in Doda, four soldiers including army captain martyred

Truth Of Bengal: জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচনের পর কেটে গিয়েছে দু’চি মাস। এই সময়ের মধ্যে ঝিলম নদী দিয়ে অনেক জল বয়ে গেলেও ভূস্বর্গ সন্ত্রাসবাদ মুক্ত হয়নি। জঙ্গিরা প্রতিনিয়ত জম্মু ও কাশ্মীরের শান্তি নষ্ট করার চেষ্টা করে চলেছে। সোমবার জম্মু বিভাগের ডোডা জেলার দেসা ফরেস্ট এলাকায় সন্ত্রাসীদের সঙ্গে এনকাউন্টার হয় সেনা বাহিনীর। গভীর রাত পর্যন্ত চলা এনকাউন্টারে ক্যাপ্টেন-সহ চার জওয়ান শহিদ হন। গত আট দিনে এটি দ্বিতীয় সন্ত্রাসী ঘটনা। এর আগে কাঠুয়ার পাহাড়ি এলাকা বদনোটায় একটি সামরিক গাড়িতে অতর্কিত হামলা চালিয়েছিল সন্ত্রাসীরা। এতে শহিদ হন পাঁচ সেনা। অভিযানের পর থেকে রাজনৈতিক উত্তাপ বেড়েছে। জম্মুর অনেক জায়গায় বিক্ষোভ হয়েছে। হামলার নিন্দা জানিয়েছেন রাজনৈতিক নেতারা।
ডোডায় এনকাউন্টারে এক সেনা অফিসার-সহ চার নিরাপত্তাকর্মী আহত হয়েছেন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় পাঁচ বীর সেনার। নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে রেখেছে। ঘটনাস্থলে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী পাঠানো হয়েছে। এলাকায় তল্লাশি অভিযান চলছে। সন্ত্রাসীদের খোঁজ চলছে।
আধিকারিকরা বলেছেন, এনকাউন্টার শুরু হয় যখন রাষ্ট্রীয় রাইফেলস এবং জম্মু ও কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের কর্মীরা সন্ধ্যা ৭.৪৫ নাগাদ দেশা বনাঞ্চলের ধরি গোটে উরারবাগীতে একটি যৌথ কর্ডন এবং অনুসন্ধান অভিযান শুরু করে। সেনাবাহিনীর হোয়াইট নাইট কর্পস টুইটারে একটি পোস্টে লিখেছে, নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, ডোডার উত্তরে সাধারণ এলাকায় সেনাবাহিনী এবং পুলিশের দ্বারা একটি যৌথ অভিযান চলছে। রাত ৯টার দিকে সন্ত্রাসীদের দেখা মেলে, এরপর ব্যাপক গুলিবর্ষণ হয়। এলাকায় অতিরিক্ত সেনা পাঠানো হয়েছে। এনকাউন্টারে মৃত সেনারা হলেন- ক্যাপ্টেন ব্রিজেশ থাপা (দার্জিলিং, পশ্চিমবঙ্গ), নায়ক ডি রাজেশ (অন্ধ্রপ্রদেশ), কনস্টেবল বিজেন্দ্র (ঝুনঝুনু, রাজস্থান), কনস্টেবল অজয় সিং (ঝুনঝুনু, রাজস্থান)।