দেশ

আট হাজার মাছের রহস্য মৃত্যু, তদন্তের নির্দেশ কৃষিমন্ত্রীর

8,000 Fish Found Dead

The Truth of Bengal: আচমকাই রহস্যজনকভাবে মৃত্যু হল আট হাজার মাছের। প্রতিটি মাছের ওজন ৫০০ থেকে ১ কেজি। ঘটনাটি ঘটেছে, ঝাড়খণ্ডের রাঁচি জলাধারে। বিয়টি প্রাকাশ্যে আসার পরেই তদন্তের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।

শনিবার বিকেলেই জলাধারের কাছে অনেকেই ঘুরতে যান, তারা প্রাথমিক ভাবে লক্ষ্য করেন জলাধারের মধ্যে সাদা সাদা বেশ কিছু জিনিস ভেসে রয়েছে। স্থানীয় মধ্যে বিষয়টি ছড়িয়ে পড়ে, এর পরেই কয়েকজন জলাধারে নেমে দেখেন সবকটি মৃত মাছ। প্রশাসনের সহযোগিতায় জলাধার থেকে মৃত মাছগুলিকে তোলার ব্যবস্থা করা হয়। কিন্তু সময় যত গড়ায় প্রশাসনিক কর্তাদের মাথায় হাত পড়ে। সব মিলিয়ে প্রায় আট হাজার মৃত মাছ উদ্ধার করা হয়।

প্রশাসনিক কর্তাদের দাবি, বিষয়টি অস্বাভাবিক, এক সঙ্গে এতো মাছের মৃত্যু বিষয়টি ভাবিয়ে তুলেছে। জেলা মৎস্য দফতরের আধিকারিক জানিয়েছেন, রাঁচির গীতালসুদ জলাধারের ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যে কৃষিমন্ত্রী বাদল পত্রলেখ জানিয়েছেন, শনিবারের ঘটনার প্রেক্ষিতে তদন্ত রিপোর্ট দ্রুত চেয়ে পাঠানো হয়েছে। রবিবারের মধ্যেই প্রাথমিক রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

প্রশাসনিক সূত্রের খবর, প্রাথমিক ভাবে মনে করা হয়েছে, জলাধারে দূষণের কারণে, জলে অক্সিজেনের মাত্রা কমে গিয়েছে। অথবা মাছেদের মধ্যে কোনও রোগ মহামারি আকার নিয়েছে, যার জেরেই এতো মাছের মৃত্যু হয়েছে। তবে সব দিক খতিয়ে দেখা হচ্ছে, মৃত মাছগুলির যেমন পরীক্ষা করা হচ্ছে, তেমন জলাধারের জলে কোনও সমস্যা রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।