শ্রীলঙ্কার নৌবাহিনীর হাতে আটক আট ভারতীয় জেলে
Eight Indian fishermen arrested by Sri Lankan navy

Truth of Bengal: রবিবার সকালে শ্রীলঙ্কার নৌবাহিনীর হাতে আটক হয়েছেন আট ভারতীয় জেলে। সেই সঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে তাঁদের সঙ্গে থাকা দু’টি নৌকো। ধৃত জেলেরা তামিলনাড়ুর রামানাথপুরমের বাসিন্দা। ধৃত জেলেদের নাম মাঙ্গাডু ভাট্রাপ্পান, রেড্ডিউরানি, কান্নান, চিন্না রেড্ডিউরানি মুথুরাজ, অগাস্তিয়ার কুটম কালি, থাঙ্গাচিমাদ ইয়াসিন, যিশু, উচিপুল্লি রামকৃষ্ণান এবং ভেলু।
মণ্ডপম মৎস্যজীবী সমিতির তরফে জানানো হয়েছে, ধরা পড়া জেলেরা মণ্ডপম থেকে সমুদ্রের দিকে গিয়েছিলেন। তাঁরা পাক বে এর সামুদ্রিক এলাকায় মাছ ধরছিলেন। রবিবার সকালে শ্রীলঙ্কার নৌবাহিনী দাবি করে, জেলেরা সীমান্ত পেরিয়ে তাদের এলাকায় ঢুকে পড়েছে। শনিবার রামনাথপুরমের উত্তর উপকূলে মণ্ডপম পল্ক বে এলাকায় ডেলফ্ট দ্বীপের কাছে ৩২৪টি নৌকয় জেলেরা মাছ ধরছিলেন। শ্রীলঙ্কার নৌবাহিনী এদিন সকালে ওই এলাকায় পৌঁছে আইএনডি টিএন ১১ এমএম দু’টি ভারতীয় নৌকা আটক করেছে।
তদন্ত শেষে জেলেদের ও নৌকোগুলি জাফনা মৎস্য বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এতে জেলেদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়। বেশ কয়েক বছর ধরেই জেলেদের ইস্যু নিয়ে ভারত ও শ্রীলঙ্কার সম্পর্কের মধ্যে একটি বিতর্ক চলছে। এই ধরনের ঘটনা বেশির ভাগই ঘটছে পাক স্ট্রেটে। এটি তামিলনাড়ু এবং উত্তর শ্রীলঙ্কার মধ্যে একটি স্ট্রিপ। এটি মাছের জন্য একটি সমৃদ্ধ এলাকা হিসাবে বিবেচিত হয়।
এর আগে, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্টালিন শ্রীলঙ্কার নৌবাহিনীর দ্বারা ভারতীয় জেলেদের গ্রেফতারকে একটি গুরুতর সমস্যা বলে অভিহিত করেছিলেন এবং কেন্দ্রীয় সরকারকে সুনির্দিষ্ট এবং সক্রিয় পদক্ষেপ নেওয়ার আবেদন করেছিলেন। স্ট্যালিনের চিঠির জবাবে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। তিনি বলেছিলেন, কলম্বোতে ভারতীয় হাইকমিশন এবং জাফনায় কনস্যুলেট জেনারেল আটক ব্যক্তিদের দ্রুত মুক্তির জন্য এই জাতীয় মামলাগুলি দ্রুত এবং একসঙ্গে গ্রহণ করছে।